Sunday, July 8, 2012

তোশিবার নতুন ল্যাপটপ বাজারে


তোশিবার নতুন ল্যাপটপ  বাজারে

দেশের বাজারে তোশিবা ব্র্যান্ডের নতুন ল্যাপটপ এসেছে। গত বুধবার ঢাকায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তোশিবার নতুন মডেলের ল্যাপটপের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, তোশিবা পণ্য ব্যবস্থাপক এ এস এম শওকত মিল্লাত, এএমডি পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খান এবং এএমডি বাংলাদেশের কর্মকর্তা ইরফানুল হক। সম্মেলনে জানানো হয়, নতুন ল্যাপটপগুলোর মডেল হচ্ছে, স্যাটেলাইট সি৮০০-১০০১, স্যাটেলাইট এল৭৪০ডি-১২১৮ইউ এবং স্যাটেলাইট সি৬৪০ডি-১০৬৪ইউ। এই মডেলের প্রসেসর দিয়ে প্রস্তুতকৃত ল্যাপটপ—এগুলোই দেশে প্রথম। আসন্ন রমজান মাসে তোশিবা ও স্মার্ট টেকনোলজিস কর্তৃক একটি সামাজিক কার্যক্রম গ্রহণের ব্যাপারে জানানো হয়। এই কার্যক্রমের আওতায় দরিদ্র ও অসহায়দের জন্য স্মার্ট টেকনোলজিসের পরিবেশিত প্রতিটি ল্যাপটপের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হবে।

No comments:

Post a Comment