Tuesday, December 11, 2012

Open & Free Internet Browsing


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

World's Government ঘোষনা দিয়েছে যে, Internet Browsing আর Open & Free থাকবে না। অর্থ্যাৎ মাসে মাসে তো ইন্টারনেট বিল দিতেই হবে, সাথে Website Browse এর সময়ও টাকা বা ডলার দিয়ে আবার 
Browsing -এর মূল্য পরিশোধ করতে হবে। এবং তা আমাদের মত উন্নয়নশীল দেশে তা মোটামুটি অসম্ভব। তাই এই নীতি যাতে প্রণীত না হয় সে জন্য Search Engine Giant GOOGLE তাদের নতুন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমে আপনি পারবেন World's Govt. কে আপনার মতামত দিতে যে আপনি কী চান? Free Internet Browsing করতে,নাকি Paid Internet Browsing করতে? এই অবস্থায় Paid Internet Browsing এর ক্ষেত্রে আপনার Personal Security -এর Priority বেশ ভাল থাকবে। কিন্তু বাংলাদেশে তা অনেক সুবিধা বয়ে আনলেও ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা অনেক কমে যাবে। কারন অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই মধ্য আয়ের জনগন। তাই আসুন আমরা সবাই World's Govt. -এর কাছে আবেদন করি যাতে Internet Browsing বর্তমান অবস্থার মতই Open & Free Internet Browsing রাখা হয়। তা যেন Paid Internet Browsing না হয়।

এই জন্য আপনাকে সর্বপ্রথম GOOGLE -এর এই লিঙ্কে যেতে হবে।
সেখানে আপনার First Name, Last Name, E-mail, Location এবং Add your Voice (আপনার বক্তব্য) লিখে SUBMIT বাটনে CLICK করুন। ব্যস আপনার কাজ হয়ে গেল। আপনিও Open & Free Internet Browsing এর পক্ষে একজন হয়ে গেলেন।
https://www.google.com/intl/en/takeaction/what-you-can-do/

আইবিএম আলোর সঙ্কেত ব্যবহার করে কাজ করার উপযোগী চিপ তৈরি করার জন্য গবেষণা করছে


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

মার্কিন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক আইবিএম জানিয়েছে, তারা ইলেক্ট্রিক সঙ্কেতের বদলে আলোর সঙ্কেত ব্যবহার করে কাজ করার উপযোগী চিপ তৈরি করার জন্য গবেষণা করছে। নতুন ধরনের চিপটি তৈরি হলে কম্পিউটারের প্রসেসরে তথ্য স্থানান্তরের গতি বাড়বে। খবর বিবিসির।
আইবিএম-এর গবেষণা দলটি জানিয়েছে, প্রচলিত ইলেক্ট্রন স্রোতের বদলে আলোর কণার স্রোত দু’টি ক্ষেত্রে সুবিধাজনক। এক. কোনো তথ্য হারানোর ভয় ছাড়াই সার্ভার থেকে দূরবর্তী স্থানে ডেটা পাঠানো সম্ভব। দুই. আলোর মতোই দ্রুতগতিতে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করা সম্ভব।
কিছু ডেটা সেন্টার অবশ্য ইতোমধ্যেই তামার তারের বদলে অপটিক্যাল কেবলের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন চিপের ডেটা স্থানান্তর করে। কিন্তু এক্ষেত্রে আলোর সঙ্কেত থেকে তা আবার ইলেক্ট্রনিক সঙ্কেতে রূপান্তর করতে হয়। আইবিএম-এর নতুন চিপটি নির্মিত হলে সরাসরি আলোর সঙ্কেতই এক্ষেত্রে স্থানান্তর করা যাবে।
আইবিএম-এর গবেষক ড. সলোমন আসেফা বলেন, ‘যখন আপনি ইন্টারনেটে কিছু খোঁজেন, আপনার ডেটা একটা নির্দিষ্ট চিপে বা চিপের র‌্যাকেও থাকে না। বিপুল ডেটা সেন্টারে তথ্যটি ছড়ানো অবস্থায় থাকতে পারে। আপনি চান খুব দ্রুত ফলাফল। এখানেই প্রশ্ন আসে, চিপগুলো কিভাবে দ্রুততম উপায়ে সংযুক্ত করা যায়।’
প্রচলিত প্রযুক্তিতে বিপুল এ তথ্যভাণ্ডার থেকে এটি করা খুব কঠিন। নতুন প্রযুক্তিটি এক্ষেত্রে দ্রুত ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ীভাবে কাজ করতে সক্ষম বলে জানিয়েছে আইবিএম। 

চোখের লেন্সের নতুন প্রযুক্তি ‘এলসিডি লেন্স’


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

সম্প্রতি বেলজিয়ামের গবেষকেরা নতুন এক ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে মুঠোফোন বার্তার মতো নানা তথ্য মানুষের চোখে বসানো কন্টাক্ট লেন্সে দেখা যাবে। বাঁকানো এলসিডি ডিসপ্লে ব্যবহার করায় চোখের ভেতরেই তথ্য প্রদর্শিত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা, কন্টাক্ট লেন্সের সঙ্গে বাঁকানো এলসিডি ডিসপ্লে যুক্ত করে তারবিহীন পদ্ধতিতে চোখে তথ্য প্রদর্শনের এ পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষক হার্বার্ট ডি স্মেট এ প্রসঙ্গে জানিয়েছেন, চোখের মধ্যেই তথ্য প্রদর্শনের প্রযুক্তি সংযুক্ত করার পদ্ধতি উদ্ভাবন সম্ভব হয়েছে। কয়েক বছরের মধ্যে এর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরির কাজ শুরু হয়ে যাবে।
গবেষকেরা জানিয়েছেন, এলসিডি প্রযুক্তি ব্যবহার করার ফলে চোখের মধ্যেই মুঠোফোন বার্তা, দিকনির্দেশনার মতো বিষয়গুলো ফুটে উঠবে। গবেষকেরা বলছেন, এ প্রযুক্তির সাহায্যে চলচ্চিত্র দেখার সুবিধা আপাতত দেয়া সম্ভব না হলেও এ প্রযুক্তি ব্যবহার করে অনেক অ্যাপ্লিকেশন চালানো এখনই সম্ভব হবে। 

২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে—এ গুজবের বৈজ্ঞানিক ভিত্তি নেই : নাসার গবেষণা


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

২০১২ সালের ২১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে মায়া সভ্যতার বর্ষপঞ্জি। ২৫০ থেকে ৯০০ খ্রিষ্টাব্দের মধ্যে মেক্সিকো ও মধ্য আমেরিকার বিশাল অঞ্চলজুড়ে বিকাশ লাভ করেছিল এই সভ্যতা। এই সভ্যতার বেশ কিছু নিদর্শনের মধ্যে রয়েছে কয়েক হাজার বছর ধরে চলা এই বর্ষপঞ্জি। খবর বিবিসি নিউজ-এর
দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় উপনিবেশ স্থাপনের আগে এই বর্ষপঞ্জি অনুসরণ করত ওই অঞ্চলের মানুষ। পরে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি চালু হয়। সেই বিখ্যাত মেসো-অ্যামেরিকান লং কাউন্ট ক্যালেন্ডার পাঁচ হাজার ১২৫ বছরের বৃত্ত শেষ করছে এ বছরের ২১ ডিসেম্বর।
এ কারণে গুঞ্জন শুরু হয়েছে, চলতি বছরের এই ২১ ডিসেম্বর পৃথিবীরও শেষ দিন। এর সঙ্গে যুক্ত করা হয়েছে সুমেরীয়দের আবিষ্কৃত গ্রহ নিবিরু আর পৃথিবীর কক্ষপথ এই রেখায় চলে আসার তত্ত্ব। এ দুইয়ের মুখোমুখি সংঘর্ষে হঠাত্ দুলে উঠবে পৃথিবী। বদলে যাবে আহ্নিক গতি। ঘুরতে শুরু করবে উল্টো দিকে! উত্তর মেরু চলে যাবে দক্ষিণ মেরুতে, দক্ষিণ মেরু উত্তর মেরুতে। পশ্চিম দিকে অস্ত নয়, উদয় হবে সূর্যের! নড়তে শুরু করবে মহাদেশীয় প্লেটগুলো। ফুঁসে উঠবে মৃত, সুপ্ত, অর্ধসুপ্ত সব আগ্নেয়গিরি। দেখা দেবে প্রবল জলোচ্ছ্বাস। বেড়ে যাবে সূর্যের উত্তাপ; উত্তাপ বাড়বে পৃথিবীরও। গলিত লাভার মতো গলে যেতে শুরু করবে পৃথিবী।
পৃথিবী ধ্বংসের এমন পূর্বাভাস নতুন নয়। এর আগে ২০১১ সালের ২১ অক্টোবর পৃথিবী ধ্বংস হচ্ছে বলে দাবি করেছিলেন ‘রেডিও মুঘল’ হ্যারল্ড ক্যাম্পিং। টাইম অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াভিত্তিক ফ্যামিলি রেডিও নেটওয়ার্কের মালিক হ্যারল্ড। এর আগে হ্যারল্ড ঘোষণা দিয়েছিলেন, ২১ মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই ভুল প্রমাণ করে পৃথিবী টিকে রয়েছে নিজের মতো করেই।
মায়া সভ্যতার বর্ষপঞ্জিতে ২১ ডিসেম্বরের পর আর কোনো তারিখ না থাকায় এদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে যে ধারণা ও ভীতির সৃষ্টি হয়েছে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। নাসার ওয়েবসাইটে ‘বিয়ন্ড ২০১২: হোয়াই দ্য ওয়ার্ল্ড ওন্ট এন্ড’ অংশে বিজ্ঞানভিত্তিক ব্যাখার মাধ্যমে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।
ওয়েবসাইটে নাসা উল্লেখ করেছে, মায়া বর্ষপঞ্জি অনুসারে ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা নেই। মায়া ক্যালেন্ডারে ২১ ডিসেম্বর থেকে আর তারিখ না থাকার অর্থ ২২ ডিসেম্বর থেকে নতুন করে সময় শুরু হওয়া।
নাসার গবেষকেরা জানান, আগামী কয়েক দশকের মধ্যে সব গ্রহ এক সারিতে আসার কোনো আশঙ্কাও নেই। নিবিরু নামের এক গ্রহ পৃথিবীতে আছড়ে পড়ে পৃথিবী ধ্বংস হবে, এটা কেবল ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটা গুজব। এ বছর পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষের কোনো আশঙ্কা নেই বলেও দাবি করেন গবেষকেরা।
নাসার গবেষকেরা জানান, ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে—এ গুজবের বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো বৈজ্ঞানিক কল্পকাহিনি, চলচ্চিত্রনির্ভর। 

১০ বছর পরেই চাঁদে সফর করা সম্ভবপর হবে


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

মার্কিনি মহাকাশযান ‘এ্যাপোলো-১৭’ এর প্রথম চাঁদে যাত্রার ৪০-তম বার্ষিকী পূর্তির ঠিক প্রাক্কালে নাসার প্রাক্তন বিশেষজ্ঞরা ঘোষনা করেছেন, যে চাঁদে নিয়মিত বাণিজ্যিক সফরের বন্দোবস্ত তারা করবেন. গোল্ডেন স্পাইক নামক কোম্পানিটির প্রতিষ্ঠা করেছেন এ্যাপোলো প্রকল্পের ভূতপূর্ব অধ্যক্ষ জনসন স্পেস ও নাসার বিজ্ঞান দপ্তরের প্রাক্তন প্রধান অ্যালান স্টার্ন. তারা ১০ বছর পরেই পৃথিবীবাসীদের জন্য অপেক্ষাকৃত সহজেই চাঁদ সফর করানোর ব্যবস্থা করতে দৃঢ়প্রতিজ্ঞ. বর্তমানে ২ জনের এরকম যাওয়া-আসার জন্য খরচ পড়বে অন্ততঃপক্ষে ১৪০ কোটি ডলার. উপরোক্ত প্রাক্তন বিশেষজ্ঞরা পুরনো মহাকাশযানগুলির আধুনিকীকরন করে চাঁদ সফরের দাম কমাতে চান. বি.বি.সি. জানিয়েছে, যে স্পেস ও স্টার্নের পূর্বাভাস অনুযায়ী তারা ১৫-২০টি এরকম সফরের আয়োজন করতে সক্ষম হবেন.

লেনোভো বাজারে এনেছে আলট্রা লাইট, আলট্রা স্টাইলিস্ট এবং আলট্রা স্মার্ট এই তিন ধরনের আলট্রাবুক


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

আইসিটি অগ্রগতির দৌড়ে লেনোভো বিশ্বব্যাপী এগিয়েছে। স্মার্টফোন, ট্যাবলেট, আলট্রাবুক, অল ইন ওয়ান পিসি এসবই এখন কম্পিউটিং প্রযুক্তির ক্রেজ। লেনোভো গ্রাহকের এসব চাহিদাকে মাথায় রেখে বাজারে এনেছে আলট্রা লাইট, আলট্রা স্টাইলিস্ট এবং আলট্রা স্মার্ট এই তিন ধরনের আলট্রাবুক।
প্রসঙ্হ, আলট্রাবুক পুরোটাই এলুমিনিয়াম বডিতে তৈরি। এ শক্তির পণ্যের ব্যাটারি ব্যাকআপ ৮ ঘণ্টা। এ ছাড়া লেনোভো এনহানসড স্পিড, র‌্যাপিড বুট টেকনোলজি, এসএসডির ব্যবহার, বুটশিল্ড, ওয়ান কি রেসকিউ সিস্টেম, সম্পূর্ণ এইচডি ডিসপ্লে এসব তো আছেই।
লেনোভোর নতুন পণ্যের তালিকায় আছে ইউ, জেড, এস এবং জি সিরিজের ল্যাপটপ। গেমার, মাল্টিমিডিয়া প্রফেশনাল, গ্রাফিক প্রফেশনাল, হোম ইউজার এবং বড় ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের কাজের ভলিউমের কথা বিবেচনায় রেখে লেনোভো তাদের পণ্য সম্ভাব বাজারে আরও সহজলভ্য করছে।
এ ছাড়াও লেনোভো বাংলাদেশে তাদের বিক্রয় পরবর্তী সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে প্রতিশ্র“তিবদ্ধ। লেনোভোকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে লেনোভো বিক্রয় চ্যানেলকে আরও শক্তিশালী করবে।


Saturday, September 22, 2012

দ্রুত গলছে আর্কটিক সাগরের বরফ


দ্রুত গলছে আর্কটিক সাগরের বরফ


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : 
আর্কটিক সাগরে বরফের আয়তন দ্রুত কমছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরফ গলে যাওয়াই এর কারণ। তাছাড়া বিশাল বরফখণ্ডগুলো ছোট ছোট টুকরায় রূপান্তরিত হওয়ায় বরফ গলে যাওয়ার হার বাড়ছে বলে হুশিয়ারি করেছেন আমেরিকান বিজ্ঞানীরা।
আমেরিকার তুষার ও বরফ তথ্যকেন্দ্র দ্য ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টার-এনএসআইডিসি জানিয়েছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, আশঙ্কাজনক হারে গলছে আর্কটিক সাগরের বরফ।
বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখেছেন গত ১৬ সেপ্টেম্বর এ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি পরিমাণ বরফ গলেছে। আর একই বছরে ১৯৭৯ সালের পর থেকে এবারই সবচেয়ে বেশি পরিমাণে বরফ গলেছে। এ বছরের ৪ সেপ্টেম্বর ও ১৬ আগস্টের বরফ গলার তথ্যও বিশেষভাবে বিশ্লেষণ করেছিলেন বিজ্ঞানীরা।
এনএসআইডিসির পরিচালক মার্ক সিরেজ এক বিবৃতিতে বলেন, আমরা একটা অজানা বিপদের দিকে এগোচ্ছি। দ্রুত বরফ গলে যাওয়া তথা জলবায়ু পরিবর্তন ক্রমেই পৃথিবীকে অনিরাপদ করে তুলছে। যদি সত্যিই বড় বিপর্যয় নেমে আসে এর জন্য প্রস্তুতি কী হবে তা এখনই ভাবা উচিত।
এনএসআইডিসি জানায়, গত দুই সপ্তাহে আর্কটিক সাগরে কমপক্ষে পাঁচ লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকার বরফ গলে গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিজ্ঞানী ওয়াল্ট মেয়ার বলেন, এ ধরনের তথ্য অবশ্যই পৃথিবীবাসীর জন্য আতঙ্কের। আগামী ৩০ বছরের মধ্যে বরফ গলে এমন সীমায় পৌঁছাতে পারে, যা পৃথিবীর জন্য হতে পারে মারাত্মক বিপর্যয়।
বিজ্ঞানী জুলিয়েন স্ট্রেয়েভ বলেন, আর্কটিক সাগরের বর্তমান কঠিন বরফাচ্ছন্ন এলাকায় ২০ বছর পর একটি বড় জাহাজ নিয়ে ঢুকে পড়লেও হয়তো আপনার অবাক হওয়ার কিছুই থাকবে না।
অপরদিকে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিসের পরিচালক কুমি নাইডু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আগামী ৩০ বছরের মধ্যেই হয়তো মহাকাশ থেকে গ্রীষ্মে উত্তর মেরুতে কোনো বরফ চোখে পড়বে না। এমনটি হলে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। অবশ্য এনএসআইডিসির আশঙ্কা, ২০৫০ সাল নাগাদ এমন বিপর্যয় নেমে আসতে পারে। সূত্র: আলজাজিরা, রয়টার্স

আর্কটিক সাগরে বরফের আয়তন দ্রুত কমছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরফ গলে যাওয়াই এর কারণ। তাছাড়া বিশাল বরফখণ্ডগুলো ছোট ছোট টুকরায় রূপান্তরিত হওয়ায় বরফ গলে যাওয়ার হার বাড়ছে বলে হুশিয়ারি করেছেন আমেরিকান বিজ্ঞানীরা।
আমেরিকার তুষার ও বরফ তথ্যকেন্দ্র দ্য ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টার-এনএসআইডিসি জানিয়েছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, আশঙ্কাজনক হারে গলছে আর্কটিক সাগরের বরফ।
বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখেছেন গত ১৬ সেপ্টেম্বর এ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি পরিমাণ বরফ গলেছে। আর একই বছরে ১৯৭৯ সালের পর থেকে এবারই সবচেয়ে বেশি পরিমাণে বরফ গলেছে। এ বছরের ৪ সেপ্টেম্বর ও ১৬ আগস্টের বরফ গলার তথ্যও বিশেষভাবে বিশ্লেষণ করেছিলেন বিজ্ঞানীরা।
এনএসআইডিসির পরিচালক মার্ক সিরেজ এক বিবৃতিতে বলেন, আমরা একটা অজানা বিপদের দিকে এগোচ্ছি। দ্রুত বরফ গলে যাওয়া তথা জলবায়ু পরিবর্তন ক্রমেই পৃথিবীকে অনিরাপদ করে তুলছে। যদি সত্যিই বড় বিপর্যয় নেমে আসে এর জন্য প্রস্তুতি কী হবে তা এখনই ভাবা উচিত।
এনএসআইডিসি জানায়, গত দুই সপ্তাহে আর্কটিক সাগরে কমপক্ষে পাঁচ লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকার বরফ গলে গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিজ্ঞানী ওয়াল্ট মেয়ার বলেন, এ ধরনের তথ্য অবশ্যই পৃথিবীবাসীর জন্য আতঙ্কের। আগামী ৩০ বছরের মধ্যে বরফ গলে এমন সীমায় পৌঁছাতে পারে, যা পৃথিবীর জন্য হতে পারে মারাত্মক বিপর্যয়।
বিজ্ঞানী জুলিয়েন স্ট্রেয়েভ বলেন, আর্কটিক সাগরের বর্তমান কঠিন বরফাচ্ছন্ন এলাকায় ২০ বছর পর একটি বড় জাহাজ নিয়ে ঢুকে পড়লেও হয়তো আপনার অবাক হওয়ার কিছুই থাকবে না।
অপরদিকে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিসের পরিচালক কুমি নাইডু আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আগামী ৩০ বছরের মধ্যেই হয়তো মহাকাশ থেকে গ্রীষ্মে উত্তর মেরুতে কোনো বরফ চোখে পড়বে না। এমনটি হলে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। অবশ্য এনএসআইডিসির আশঙ্কা, ২০৫০ সাল নাগাদ এমন বিপর্যয় নেমে আসতে পারে। সূত্র: আলজাজিরা, রয়টার্স

বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সাড়ে ৯ কোটি

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : 
বাংলাদেশের মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৯ কোটি। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র দাফতরিক ওয়েব সাইটের হালনাগাদ উপাত্তে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিটিআরসির তথ্য অনুসারে, গত ৩১ আগস্ট পর্যন্ত দেশের ছয় মোবাইলফোন অপারেটরের গ্রাহক সংখ্যা উল্লেখ করা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ২৮ হাজার।
সংস্থাটির তথ্য অনুসারে, এখনো গ্রাহক সংখ্যার শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যা তিন কোটি ৯৮ লাখ তিন হাজার। এর পরের অবস্থানে রয়েছে বাংলালিংক। এর গ্রাহক দুই কোটি ৫৭ লাখ ৪৩ হাজার। তৃতীয় অবস্থানে রয়েছে রবি। রবির গ্রাহক দুই কোটি এক লাখ ৪৪ হাজার।
অবশিষ্ট তিন মোবাইলফোন অপারেটর এয়ারটেল, টেলিটক ও সিটিসেলের গ্রাহক সংখ্যা কোটির নিচে। এয়ারটেলের গ্রাহক ৬৭ লাখ ৮৪ হাজার, সিটিসেলের ১৬ লাখ ৮৩ হাজার।
একমাত্র রাষ্ট্রায়ত্ব মোবাইলফোন অপারেটর টেলিটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৭ হাজার। শেষোক্ত তিনটি অপারেটরই গ্রাহক হারিয়েছে। গত এক মাসে এয়ারটেলের গ্রাহক কমেছে ২২ হাজার, সিটিসেলের দুই হাজার আর টেলিটকের গ্রাহক কমেছে ২৪ হাজার। 

হার্ডডিস্ক লুকিয়ে রাখা



আইসিটি ওয়ার্ল্ড নিউজ  :
  তথ্যের গোপনীয়তা বজায় রাখতে অনেক সময় ফোল্ডার কিংবা ড্রাইভ লুকিয়ে রাখার প্রয়োজন পড়তে পারে। তথ্যের নিরাপত্তা বাড়াতেও অনেক সময় লুকিয়ে রাখতে হয়। তৃতীয় পক্ষের অনেক সফটওয়্যার ব্যবহার করে এমন সুবিধা পাওয়া যায়। তবে ইচ্ছা করলে সফটওয়্যারের সহায়তা ছাড়াও ড্রাইভ লুকিয়ে রাখা যায়। ড্রাইভ লুকিয়ে রাখার জন্য প্রথমে স্টার্ট মেন্যু থেকে রান এ গিয়ে diskpart টাইপ করে Enter চাপতে হবে।। নতুন একটি উইন্ডো আসবে। এখানে list volume লিখে পুনরায় Enter চাপতে হবে। নতুন আরেকটি উইন্ডো আসবে। এখন এর লেখা কিছুটা পরিবর্তন করতে হবে। আপনি যদি G: ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে select volume 5 লিখে Enter চেপে remove letter G দিয়ে আবার Enter চাপতে হবে। সফলভাবে কাজগুলো করতে পারলে diskpart removed the Drive Letter বার্তা আসবে। সবশেষে পিসি রিস্টার্ট দিতে হবে । যদি পুনরায় ড্রাইভটি প্রদর্শন করানোর প্রয়োজন হয় তবে একই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তবে remove letter G এর জায়গায় assign letter G লিখতে হবে। 

‘অনলাইন গণমাধ্যম নীতিমালা’ অগণতান্ত্রিক


মাহবুব মোর্শেদ

বেশ কৌতূহল-উদ্দীপক খবর। `অনলাইন গণমাধ্যমে`র জন্য একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। সময়সীমা অক্টোবর ২০১২। সেপ্টেম্বর মাসের ১২ তারিখে তথ্যসচিব অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের ডেকে এতথ্য জানিয়েছেন, প্রস্তাবিত নীতিমালা সরবরাহ করেছেন এবং তাদের মতামত জানতে চেয়েছেন। মত দেবার সময় ১০ দিন। একটি বিষয় স্পষ্ট যে, নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার একটি তাড়াহুড়ার মধ্যে আছে। প্রথম প্রশ্ন হলো, কেন এই তাড়াহুড়া?
আলোচনার সুবিধার্থে প্রস্তাবিত নীতিমালার লিংক (http://bit.ly/QftohR) এখানে দিলাম।
নীতিমালাটি পড়লে মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়। সেসব প্রশ্নের আগে কিছু পর্যবেক্ষণ তুলে ধরা দরকার।
অনলাইন গণমাধ্যমের সংজ্ঞায়ন
নীতিমালা যারা তৈরি করেছেন তাদের অনলাইন গণমাধ্যম সম্পর্কে কোনো ধারণা নেই। অনলাইন গণমাধ্যম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে প্রথম কাজ হিসেবে তারা অনলাইন গণমাধ্যম কী, তা স্পষ্ট করতেন। অনলাইন গণমাধ্যম খুব বিস্তৃত একটি ধারণা। যদি পেশাদার ও মূলধারার অনুসারী সংবাদ পরিবেশনের সাইট এবং দৈনিক পত্রিকা ও টেলিভিশনের ওয়েবসাইটগুলোকে বিবেচনায় এনে অনলাইন গণমাধ্যম হিসেবে সংজ্ঞায়িত করা হতো তবে সেটি একদিক থেকে যৌক্তিক হতে পারতো। কেননা, সংবাদ সংগ্রহ, প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে এরা দক্ষ, প্রভাব বিস্তার ও মতামত তৈরিতে এদের বিশেষ গ্রহণযোগ্যতা আছে। গঠনগত কারণেই এরা বড় পুঁজির ওপর নির্ভরশীল, বিদ্যমান বিজ্ঞাপন ও বাজার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।
কিন্তু যদি নির্দিষ্ট ধরনের সাইটকে চিহ্নিত না করে সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সংজ্ঞা নির্ধারণের ভার ছেড়ে দেওয়া হয় তবে প্রয়োজন অনুসারে ব্যক্তিগত ও কমিউনিটি ব্লগ, ইউটিউব বা এ ধরনের অডিও-ভিডিও সাইট, টুইটারের মতো মাইক্রো ব্লগিং সাইট, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটকেও অনলাইন গণমাধ্যম হিসেবে বিবেচনায় নেওয়া সম্ভব। ধরে নেওয়া যায়, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ভয়ে ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগস্পট, ওয়ার্ডপ্রেসের মতো সাইটের দিকে সরকার সহসা হাত বাড়াতে পারবে না। কিন্তু, ব্যক্তিগত ব্লগ, কমিউনিটি ব্লগ এবং সংবাদ ও মতামতভিত্তিক ব্লগগুলো সরকারের হয়রানির শিকার হবে।
বাংলাদেশে কমিউনিটি, বন্ধুদল ও গোষ্ঠীর দ্বারা পরিচালিত বেশ কিছু নিউজ সাইট আছে। কিন্তু এগুলোর অধিকাংশই আকারে ছোট, অপেশাদার, ধারাবাহিকতাহীন। এদের পাঠক সংখ্যাও অপ্রতুল। গুণেমানে অনেক সাইটই উল্লেখযোগ্য নয়। তবে প্রতিভাবান তরুণ উদ্যোক্তাদের কোনো সাইটের বিশেষ সম্ভাবনা আছে। কিন্তু সম্ভাবনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এদের মূলধারার পেশাদার মিডিয়া হিসেবে গণ্য করার যুক্তি নেই।
যারা নীতিমালা প্রণয়ন করেছেন, তারা ধরেই নিয়েছেন, তারা এবং এই নীতিমালা যাদের উদ্দেশ্যে লেখা হয়েছে তারা অনলাইন গণমাধ্যম সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন। ফলে বিষয়টির সংজ্ঞা তারা নির্ধারণ করেননি। ফলে, জনমনে ধারণা তৈরি হয়েছে যে, হয়রানি করার উদ্দেশেই এটি অস্পষ্ট রাখা হয়েছে। এই ধারণা যে অমূলক নয় তা গণমাধ্যমের কণ্ঠরোধে অতীতের বিভিন্ন সরকারের গৃহীত পদক্ষেপের অভিজ্ঞতাই বলে দেয়।
অনলাইন গণমাধ্যমের আয়-ব্যয়
নীতিমালা যারা তৈরি করেছেন তারা ধরেই নিয়েছেন অনলাইন গণমাধ্যম একটি লাভজনক উদ্যোগ। নয়তো পত্রিকা-টেলিভিশনের মতো মিডিয়ার মতো রাজনীতিক, ব্যবসায়ী এইখাতে লগ্নি করার জন্য লাখ লাখ টাকা নিয়ে বসে আছেন। ফলে, তাদের কাছে টাকা কোনো সমস্যা নয়। সাম্প্রতিক অভিজ্ঞতা বলে, হাজার কোটি টাকার মালিকরাও তাদের গণমাধ্যম উদ্যোগকে লাভজনক দেখতে চায়। রাজনৈতিক-সামাজিক প্রতিপত্তি অর্জনের পাশাপাশি লাভের হাতিয়ার হতে না পারলে বিনিয়োগ সরিয়ে নেয়। আর অনলাইন গণমাধ্যম নিয়ে এদের বিশেষ আগ্রহ এ যাবত দেখা যায়নি। দু’একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ উদ্যোগই তরুণ উদ্যোক্তাদের। বলতে গেলে, সবচেয়ে প্রথম শুরু হওয়া বিডিনিউজই এখন পর্যন্ত কোনো স্থায়ী বিনিয়োগকারী আকৃষ্ট করতে পারেনি। শুধু তাই নয়, বিজ্ঞাপনের মারফত এই সাইটটি লাভজনক হতে পারেনি। এই সাইটটি তাদের এসএমএস ও মোবাইল নিউজ সার্ভিস ও আরও কিছু মাধ্যমে আয় করে। সে আয় থেকেই ওয়েবসাইটের ব্যয় বহন করে। শুধু ওয়েবসাইট ধরলে বিডিনিউজ একটি অলাভজনক প্রতিষ্ঠান। ] বাকীদের কথা উল্লেখ না করলেও চলে।
এস্টাবলিশমেন্ট কষ্ট, বহু পাঠকের প্রয়োজন মেটাতে বড় সার্ভারের ব্যয় মেটাতে গিয়ে এসব অনলাইন বিশেষ লাভজনক হতে পারছে না। নীতিমালা প্রণয়নকারী সরকারি কর্মকর্তাদের জানা থাকা উচিত, বিনিয়োগকারীদের মতো বিজ্ঞাপনদাতারাও অনলাইনে বিশেষ আগ্রহী নয়। ফলে, রেজিস্ট্রেশন ও জামানতের জন্য ৭ লাখ টাকা ও প্রতিবছরের চাঁদা মেটানো বড় প্রতিষ্ঠানগুলোর জন্যই বাড়তি ব্যয়। ছোট উদ্যেক্তাদের জন্য এটি রীতিমতো অত্যাচারের শামিল। এই ব্যবস্থা আরোপের মাধ্যমে ছোট উদ্যোগগুলোর কণ্ঠরোধ করার পথ বের করা হয়েছে, তা স্পষ্ট।
শুধু বিনিয়োগ ও বিজ্ঞাপনের প্রশ্নই নয়। অনলাইন মাধ্যমে কেনাকাটা চালু করেও কিছুটা আয়ের পথ খোলা যেত। কিন্তু রক্ষণশীল ও পশ্চাদপদ মানসিকতার কারণে পে-পালের মতো সাইটগুলো এখানে খোলা হচ্ছে না। অনলাইনে আয়ের সকল পথই প্রকারান্তরে রুদ্ধ।
সরকারের দৃষ্টিভঙ্গি যদি বাস্তবোচিত হতো তবে অনলাইন গণমাধ্যমের ওপর কর ও চাঁদা আরোপ না করে তারা বিশেষ উৎসাহ প্যাকেজ ঘোষণা করতে পারতো। এক্ষেত্রে অনলাইন গণমাধ্যমের বিকাশ ত্বরান্বিত করার জন্য বাছাই করা ২০টি সাইটকে এককালীন ৭ লাখ ও প্রতিবছর ৫০ হাজার টাকা দেয়া যেত। সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা হলে সেটিও কার্যকর হতো। আপনা থেকেই, অনলাইন গণমাধ্যমগুলো এতে সরকারে প্রতি নরম হয়ে যেত। কেননা, এক্ষেত্রে একমাত্র বড় আয়ের উপায় হতো সরকারের আনুকূল্য লাভ। কিন্তু তা না করে সরকার যা করতে চাইছে তা প্রকারান্তরে মুক্ততথ্যপ্রবাহের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং এই একটি নীতিমালাই সরকারকে এন্টি ডিজিটাল ঘোষণা করার জন্য যথেষ্ট।
সরকার যদি কোনো ওয়েবসাইটের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে চায় তবে এখন যে আইন আছে তাতেই সেই দমনপীড়ন, গ্রেফতার ইত্যাদি সম্ভব। সেখানে বাড়তি নীতিমালা কী উপকার করবে তা বোধগম্য নয়।
টেকনোলজি বোধ
বস্তুত, অনলাইন গণমাধ্যমের রেজিস্ট্রেশনের আইডিয়াটাই টেকনোলজি নির্বোধদের প্রস্তাব। এমন উদ্ভট প্রস্তাব পৃথিবীর কোথাও উঠেছে বলে জানা নেই। কেউ ব্যবসা করতে চাইলে কোম্পানি খুলবে, ট্রেড লাইসেন্স করবে, শেয়ার ছাড়বে, আয়কর দেবে। কিন্তু অনলাইন সাইট চালানোর জন্য সরকারি রেজিস্ট্রেশন? এটা উদ্ভট ও প্রয়োগ অযোগ্য। কেননা, এই নীতিমালা অনুসারে সরকার বাংলাদেশে সম্প্রচারিত সকল গণমাধ্যমের ওপর চাঁদা বসাতে পারে। সেটা কি তারা করতে যাচ্ছে?
বাংলাদেশের বাইরে যদি কোনো অবাংলাদেশি মালিকানাধীন বাংলা সাইট বা বাংলাদেশ বিষয়ে ইংরেজি সাইট পরিচালনা করেন তবে সরকার কী করবে? কোনো প্রবাসী যদি কানাডা, লন্ডন বা নিউ ইয়র্কে বসে সাইট চালান তবে সরকার তার কাছ থেকে ৭ লাখ টাকা কীভাবে আদায় করবে? এই নীতিমালা প্রণয়ন করা হলে বিদেশ থেকে পরিচালিত বাংলা সাইটগুলোর ওপর নির্ভরশীলতা প্রকারান্তরে বাড়বে। এমনকি ব্যক্তিগত ওয়েবসাইট ও ছোট নিউজ সাইটের বদলে বড় কর্পোরেট ব্লগগুলোর ওপর নির্ভর করতে হবে।
যারা নীতিমালার খসড়া তৈরি করেছেন তাদের টেকনোলজি বিষয়ে জ্ঞান কেমন তা নিয়ে সন্দেহ করা যায় সহজেই। তাদের মতে, স্থানীয় কোম্পানির সার্ভার ব্যবহার করে সাইট পরিচালনা করা সম্ভব। বিটিআরসি একটি নির্ভরযোগ্য ডোমেইন সেবাই চালু করতে পারেনি সেখানে সার্ভার তো দূরের কথা। বাংলাদেশে বিটিআরসি যে ডটকম.বিডি ডোমেইন সার্ভিস দেয় তার মান এত খারাপ যে এটি পারতপক্ষে কেউ ব্যবহার করতে চায় না। সার্ভারের ক্ষেত্রে বড় ব্যয় করেও মার্কিন কোম্পানিগুলো থেকে অনেক সময়ই পর্যাপ্ত সেবা পাওয়া যায় না। সেখানে দেশি সার্ভার ব্যবহারের প্রস্তাব মামাবাড়ির আবদার ছাড়া আর কী হতে পারে।
কতটা কাণ্ডজ্ঞানহীন হলে, সাইটে লিংক দেওয়া অবৈধ ঘোষণা করা যায় তা বোধগম্য নয়।
নকলনবিশি
সংবাদমাধ্যম জানায়, `কমিউনিটি রেডিওর নীতিমালাকে ভিত্তি ধরে অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তথ্য সচিব`। বস্তুত, এটা স্রেফ কপিপেস্ট। সোজা কথায়, প্রস্তাবিত নীতিমালায় মাথা মোটা আমলারা ‘রেডিও’র জায়গায় ‘অনলাইন গণমাধ্যম’ বসানো ছাড়া আর কোনো কাজ করেছেন বলে মনে হয় না।
এর আগে বেসরকারি টেলিভিশনের  জন্য এমন একটি ‘নকলনবিশি-নীতিমালা’ করতে গিয়ে তথ্যমন্ত্রণালয় হাসির খোরাক হয়েছিল। সে নীতিমালাটির দেখা ইদানিং পাওয়া যায় না। এবার আরেকটি নকলনবিশি নীতিমালা তৈরি করে নতুন হাস্যরস তৈরি করেছে তথ্যমন্ত্রণালয়। যে ‘নীতিমালা’ ধরে এ ‘নীতিমালা’ তৈরি করা হয়েছে সেটিও ভাল নীতিমালা নয়। এই নীতিমালার কারণে কমিউনিটি রেডিও বিকশিত হতে পারেনি। ব্যর্থ হয়েছে। এমন নীতিমালার কারণে বেসরকারি রেডিওগুলো ভাল করতে পারছে না। এমনকি টিভিগুলোও এ ধরনের নীতির কারণে স্বাধীন গণমাধ্যম হিসেবে বিকশিত হতে পারছে না। তবে অনলাইন গণমাধ্যম বিষয়ে নকলনবিশী-নীতিমালা হবে আত্মহত্যার শামিল।
ডিজিটাল বাংলাদেশ?
সরকার কথার কথা হিসেবেও যদি ডিজিটাল বাংলাদেশের কথা বলে থাকে তবে তাদের দায়িত্ব হবে, এ ধরনের নীতিমালা বালিশের নিচে দিয়ে ঘুমানো। তাতে দেশের অনেক উপকার হবে। কিন্তু নীতিমালা বাস্তবায়ন করতে গেলে, দেশের তো ক্ষতি হবেই। আওয়ামী লীগেরও ক্ষতি হবে। সবাই, সেই বাকশালের কথা বলবে। কেননা এই নীতি প্রণয়ন হলে চার-পাঁচটি বাদে সব অনলাইন গণমাধ্যম বন্ধ করে দিতে হবে।
একটা প্রশ্ন
অনেক প্রশ্ন ছিল। কিন্তু একটা প্রশ্ন করতেই হয়। এই নীতিমালা অনুসারে রেজিস্ট্রেশন না করলে কী হবে তা বলা নাই। সে উত্তরটা কিন্তু জানা থাকা আমাদের জন্য জরুরি।

Thursday, September 13, 2012

ঘুমের ওষুধে মৃত্যুর ঝুঁকি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

ঘুম প্রত্যেক মানুষের জন্যই অতি গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ ও সতেজ রাখতে ঘুমের বিকল্প নেই। তাই অনেকেই অনিদ্রা দূর করতে ঘুমের বড়ি খেয়ে থাকেন। তবে যাঁরা নিয়মিত ঘুমের বড়ি খান তাঁদের জন্য চরম দুঃসংবাদ দিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি করা এক জরিপে দেখা গেছে, নিয়মিত ঘুমের বড়ি সেবনকারীদের অকালমৃত্যুর ঝুঁকি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এ ছাড়া ঘুম কম হওয়া রোগীদের অনেকের ক্ষেত্রেই এসব ওষুধ এখন খুব একটা কাজে আসছে না বলেও প্রমাণ মিলেছে।
গবেষকরা বলছেন, অনিদ্রা দূর করতে ঘুমের বড়ি খান এমন ব্রিটিশ নাগরিকদের প্রতি ১০ জনের মধ্যে চারজনের ক্ষেত্রেই এটি পুরোপুরি অকার্যকর। আর এর মধ্যে যাঁরা দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেয়ে আসছেন তাঁদের ক্ষেত্রে অকালে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।
অনলাইন স্লিপ ইমপ্রুভমেন্ট প্রোগাম ‘স্লিপিও’-এর অর্থায়নে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। ঘুম কম হওয়া ২০ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিক এই জরিপে অংশগ্রহণ করেন। জরিপের ফলে বলা হয়েছে, চিকিৎসকরা প্রতিবছর ব্রিটেনে প্রায় এক কোটি রোগীকে ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে ৪২ শতাংশ ১১ বছর বা ততোধিক সময় ধরে রাতে পর্যাপ্ত ঘুমাতে পারছেন না। ২২ শতাংশ দুই থেকে পাঁচ বছর ধরে অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। দীর্ঘদিন ধরে যাঁরা অনিদ্রাজনিত সমস্যায় রয়েছেন তাঁদের অনেকেই প্রেম নিয়ে টানাপড়েনে আছেন এবং তাঁরা সবসময় অবসাদ ও দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। ফলে তাঁদের রাতে ঘুম কম হয়।
গবেষকরা জানিয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে এমন সমস্যায় রয়েছেন তাঁদের ক্ষেত্রে ঘুমের ওষুধ খুব কম কার্যকর হয়। তাঁরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে ঘুমের বড়ির পরিবর্তে কাউন্সেলিংয়ের পরার্মশ দিয়েছেন। সূত্র : ডেইলি মেইল অনলাইন। 

Monday, July 30, 2012

আরব বিজ্ঞানীদের ক্যান্সারের ওষুধ আবিস্কারের দাবি

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
উটের দুধ ও মূত্র থেকে আরবের একদল বিজ্ঞানী ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন।
আরব বায়োটেকনোলজি কোম্পানির (এবিসি) গবেষকরা জানান, তারা এ ওষুধটি ইঁদুরের শরীরে প্রয়োগ করেছেন। তারা শতভাগ সফল হয়েছেন বলেও দাবি করেন। খবর পিটিআইর।
তারা বলেন, উটের দুধ ও মূত্রে এক ধরনের বিশেষ উপাদান আছে যা প্রতি মুহূর্তে নবযৌবন লাভ করে। এটাকে তারা ওষুধের স্যাম্পল হিসেবে নেন।
দীর্ঘদিন গবেষণা করে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন।
বিজ্ঞানীরা বলছেন, গবেষণাগারে তারা ইঁদুরের শরীরে ছয় মাস ধরে এ ওষুধ প্রয়োগ করে আসছেন। এগুলো এখনো বেশ সুস্থ সবল আছে। এগুলোর আচরণও স্বাভাবিক। এ ওষুধে বিশেষ ধরনের কোষ আছে। এ কোষ ক্যান্সার আক্রান্ত কোষের বিষাক্ত অংশ ধ্বংস করে ফেলে। তবে এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তারা দাবি করেন।
আরব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদাল্লা আলনজর বলেন, তারা অচিরেই এ ওষুধ মানুষের শরীরে প্রয়োগ করবেন। তিনি বলেন, সারজাহ বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বাগদাদের ক্যান্সার ইনস্টিটিউটে।
এ ওষুধ প্রধানত ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে। এ ছাড়া ফুসফুস, লিভার ও স্তন ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহারের জন্য এটি উন্নত করা হচ্ছে।
আরব ক্যান্সার কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, ক্যান্সারে বছরে ৬০ লাখ মানুষ মারা যায়। আরব বিশ্বে হার্টঅ্যাটাক ও কম্যুনাল রোগের পরে মানুষের মৃত্যুর দ্বিতীয় কারণ এটি।

ধূমপানের ৩০ মিনিটের মধ্যে ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
ধূমপান করলে শরীরের ফুসফুসে ক্যান্সারের কোষ সৃষ্টি হয়-এ কথা সবারই কমবেশি জানা। তা জেনেও ধূমপায়ীরা সিগারেটের মোহ ত্যাগ করতে পারেন না। তাঁদের কাছে একটা সান্ত্বনা হয়ত ছিল-ধূমপানের বিষ তিল তিল করে জমে ক্যান্সারের সূত্রপাত ঘটাতে অনেক বছর লেগে যাবে। অন্যদিকে যাঁরা সবে সিগারেট ধরেছেন, তাঁদের মনে হতে পারে-মাত্রই তো শুরু, এখনই এতো সাবধান হওয়ার কী আছে? তাঁদের সবার জন্য এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক শুনিয়েছেন হিমশীতল সতর্কবার্তা। ধূমপানের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিগারেট থেকে নির্গত রাসায়নিক বিষ আপনার শরীরের জেনেটিক ক্ষতিসাধন করে ফেলে।
গবেষকরা ১২ জন স্বেচ্ছাসেবী ধূমপায়ীর ওপর পরীক্ষা করে দেখেছেন, ‘পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (পিএএইচ) নামের ক্যান্সার সৃষ্টির রাসায়নিক যৌগ ধূমপানের পর কী মাত্রায় মানবশরীরের ডিএনএর (ডিঅঙ্রিাইবো নিউক্লিক অ্যাসিড) ক্ষতিসাধন করে। তাঁরা দেখতে পেয়েছেন, সিগারেটসংশ্লিষ্ট পিএএইচ রাসায়নিকটি ধূমপানের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের ভেতরে এমন আরেকটি রাসায়নিক যৌগে পরিবর্তিত হয় যা ডিএনএর এমন ক্ষতি করে। আর ক্যান্সারের শুরুটা ঘটে এভাবেই।
‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ বা অ্যাশের পলিসি পরিচালক মার্টিন ডকরিল বলেন, ‘এ গবেষণার ফলাফল আমাদের দেখিয়ে দিয়েছে-ধূমপানের পর কত দ্রুত ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়। ৩০ বছর নয়, মাত্র ৩০ মিনিটেই এটি আমাদের জেনেটিক জগতে আঘাত হানে।’
সূত্র : এএফপি, বিবিসি।

নিজস্ব স্মার্টফোন বাজারে আনবে ফেসবুক

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
সেলফোনভিত্তিক বিজ্ঞাপনসেবা থেকে রাজস্ব বাড়ানো ও ব্যবহারকারীকে আরো বেশি সুবিধা দিতে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে নিজস্ব স্মার্টফোন বাজারে আনবে শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এ জন্য জোটবদ্ধ হয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির সঙ্গে।
গূত্রমতে, এ বছরই ফেসবুক ফোন বাজারে আনার সময় নির্ধারণ করেছিল ফেসবুক। এইচটিসিকে অন্যান্য পণ্য নিয়ে কাজ করার সুবিধা দিতে ফেসবুক ফোনের বাজারজাত করার সময় আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত পিছিয়েছে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটি ফেসবুক নিজেদের সুবিধামতো সাজিয়ে নেবে বলে জানা গেছে। আইফোনের অ্যাপ্লিকেশনগুলো আরও উন্নত করার জন্য অ্যাপলের কিছু প্রোগ্রামারকে ফেসবুকে নিয়োগ দেয়া হয়েছে।
ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৯০ কোটি। এদের প্রায় অর্ধেকই সেলফোন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন। গত বছর ফেসবুক বিজ্ঞাপন থেকে রাজস্ব লাভ করে ৩১৫ কোটি ডলার। তবে এর কানাকড়িও সেলফোন বিজ্ঞাপন থেকে আসেনি। বিশ্লেষকদের মতে, সেলফোন বিজ্ঞাপন থেকে প্রচুর রাজস্ব লাভের সুযোগ রয়েছে। বিষয়টি বিবেচনা করে ফেসবুক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ফেসবুক ফোন আনার জন্য আরও আগেই কাজ শুরু করেন। এ ফোনে সামাজিক যোগাযোগ সাইটটি ব্যবহারে বিশেষায়িত সেবা থাকবে।

চলতি বছরের মার্চ থেকে সেলফোনে বিজ্ঞাপন প্রচারের সুবিধা চালু করেছে ফেসবুক। তবে এখন পর্যন্ত এ খাত থেকে আয়ের খতিয়ান প্রকাশ করেনি। সাইটটির মতে, ব্যবহারকারীসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপন প্রবৃদ্ধি বাড়ার আশা করা যায় না।

টপেকা ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক ভিক্টর অ্যান্থনি বলেন, দিন দিন সেলফোন থেকে ফেসবুক ব্যবহার বাড়ছে। তবে এ প্লাটফর্ম থেকে আয় করতে পারছে না ফেসবুক । বিশেষায়িত ফোন বাজারে এলে ফেসবুকের জন্য বিজ্ঞাপন প্রচার করা সহজ হবে। কারণ ব্যবহারকারী এর মাধ্যমে সব সময়ই ফেসবুকে যুক্ত থাকবেন।

এইচটিসির সঙ্গে চুক্তির ব্যাপারে তাইওয়ানভিত্তিক এইচটিসির মুখপাত্র স্যালি জুলিয়েন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
১৮ মে বাজারে আসে ফেসবুকের হাজার কোটি ডলারে আইপিও। এ পর্যন্ত শেয়ারদর ২৩ শতাংশ পর্যন্ত কমেছে। সেলফোন বিজ্ঞাপন থেকে আয় করতে পারছে না বলে প্রতিষ্ঠানটির রাজস্ব লাভ আশানুরূপ হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা।

বুধাবার ফেসবুকের শেয়ারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২৯ ডলার ৩৪ সেন্টে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, সেলফোন নিয়ে আমাদের কৌশল খুবই সহজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের সুবিধা থাকলে সেলফোনগুলো আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সেলফোন খাত-সম্পর্কিত অপারেটর, হার্ডওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান, অপারেটিং সিস্টেম সরবরাহকারী ও অ্যাপ্লিকেশন উন্নয়কারী সবার সঙ্গেই কাজ করছে ফেসবুক।

অ্যাপলের সাবেক প্রকৌশলী গ্রেগ নভিককে নিয়োগ দিয়েছে ফেসবুক। তিনি টাচস্ক্রিনের কার্যকারিতা নিয়ে কাজ করেন। এ ছাড়া রয়েছেন টিম ওমারনিক ও ক্রিস ট্রেমব্লে। তারা সফটওয়্যার প্রকৌশলী। আরো আছেন স্কট গুডসন। তিনি শেয়ারবাজার-সম্পর্কিত অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন।

তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন প্রকৌশলী। অ্যাপল থেকে আসা প্রকৌশলীরা ফেসবুকের আইফোন অ্যাপ্লিকেশন উন্নয়নের জন্য কাজ করছেন।

সমালোচকদের মতে, বর্তমান অ্যাপ্লিকেশনটি ধীরগতির। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই নতুন অ্যাপ্লিকেশন বাজারে আনবে ফেসবুক। অ্যাপল ছাড়াও অন্য মোবাইল অপারেটিং সিস্টেম পামের বেশ কয়েকজন প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে ফেসবুক।

এ মাসের শুরুতে আইডাহোয় অ্যালেন অ্যান্ড কো মিডিয়া সম্মেলনে জাকারবার্গ জানান, ডেস্কটপের ফেসবুক ব্যবহার ও সেলফোনে ব্যবহারের অভিজ্ঞতা আলাদা। সেলফোনে এর ব্যবহারে মানিয়ে নেয়া চ্যালেঞ্জের বলে মনে করেন তিনি।
ফেসবুক ফোনের ব্যাপারে প্রযুক্তিবিষয়ক খবরের সাইট অলথিংস ডিজিটালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১২ সালের শেষ দিকে কিংবা ২০১৩ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসবে ফেসবুক ফোন।

বর্তমানে অ্যাপলের আইফোনে ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারের সুবিধা রয়েছে। সাইটটির সঙ্গে স্মার্টফোনগুলোর সম্পর্ক আরও গভীর করতে চায় ফেসবুক। আর নিজস্ব সেলফোন আনার মাধ্যমে বিষয়টির ওপর তাদের নিয়ন্ত্রণ আরো
পাকাপোক্ত হবে।

বাজারে আসছে আইফোন-৫

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
এবার সত্যিই বাজারে আসছে আইফোন-৫। অ্যাপলভিত্তিক ব্লগ সাইট আইমোরে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র তৈরি করেছে অ্যাপল। সব মিলিয়ে এবারের সমীকরণটা বিফলে যাবে না। এমনটাই বলছেন প্রযুক্তি বাজার পর্যবেক্ষকেরাও।
শুধু আইফোন-৫ নয়। সঙ্গে জুটি হয়ে আসছে আইপ্যাড মিনির নব সংস্করণ। অতীতে অ্যাপল নিয়ে সব সত্য তথ্য দিয়েছে এমন সংবাদমাধ্যমও এ দিনক্ষণ নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। বরং একে নির্ভরযোগ্য বলেই অবস্থান নিয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিশ্ব বাজারে এ পণ্য দুটি বাণিজ্যিক বিপণন শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে।
অর্থাৎ উন্মোচনের ৯ দিন পর ভোক্তাদের হাতে এ দুটি পণ্য পৌঁছতে শুরু করবে। একই দিনে নতুন আইফোন আর আইপ্যাড বাজারে আনাকে বিপণন কৌশলে নতুন সংযোজন বলে বিশ্লেষকেরা বলছেন।
গুগল নেক্সাস-৭ মডেলকে চ্যালেঞ্জ করতেই নতুন আইপ্যাড নিয়ে আসা হচ্ছে। আর এ প্রতিযোগিতা অ্যাপল আবারও এগিয়ে যাবে বলেই সংশ্লিষ্টরা অভিমত দিয়েছেন। এরই মধ্যে জাপানভিত্তিক ব্লগমাধ্যমে নতুন আইফোনের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে অ্যাপল ভক্তরা এখন সেপ্টেম্বরেই দিকে তাকিয়ে আছেন। অপেক্ষার পালা বুঝি এবার ফুরাবে।

অন্ধ হয়ে যেতে পারেন উজ্জল স্ক্রিনের সামনে লম্বা সময় কাটানো ব্যক্তিরা

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
কম্পিউটার মনিটর বা টেলিভিশনের স্ক্রিনের সামনে লম্বা সময় কাটানো চোখের জন্য যে ক্ষতিকর, তা নতুন কোনো খবর না হলেও এর ভয়াবহতা এতোদিন অজানাই ছিলো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জার্নাল অফ পিডিয়াট্রিকসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ব্যবহারকারীদের স্ক্রিন আসক্তি। খবর ইয়াহু নিউজ-এর।
জার্নাল অফ পিডিয়াট্রিকসের প্রতিবেদন অনুযায়ী, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুরা কম্পিউটার মনিটর এবং টেলিভিশনের সামনে প্রতিদিন নির্দিষ্ট মাত্রার চেয়ে শতকরা ৬৬ ভাগ সময় বেশি কাটায়। বিশ্বব্যাপী আরো কয়েক কোটি মানুষকে কাজের খাতিরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় কম্পিউটার মনিটরের সামনে। কম্পিউটার মনিটর বা টিভি স্ক্রিনের সামনে এভাবে লম্বা সময় কাটালে তা ধীরে ধীরে চোখের এতোই ক্ষতি করে যে, অন্ধ হয়ে যেতে পারেন উজ্জল স্ক্রিনের সামনে লম্বা সময় কাটানো ব্যক্তিরা।
দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটালে ক্লান্ত হয়ে পড়ে চোখের ছোট ছোট মাংশপেশীগুলো। আর প্রতি মিনিটে সাধারণ একজন মানুষের চোখের পাতা পড়ে প্রতি মিনিটে ১২ থেকে ১৫ বার। কিন্তু ইলেকট্রনিক স্ক্রিনের সামনে থাকলে তা কমে ৪ থেকে ৫ বারে দাঁড়ায়। স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’ বা সিভিএসে আক্রান্ত হতে পারে ব্যবহারকারীরা। এতে ঘোলা দৃষ্ঠি, মাথাব্যাথা এবং আলোর প্রতি মারাত্মক সংবেদনশীলতার শিকার হন ব্যবহারকারীরা।
চোখের এমন ক্ষতি থেকে রক্ষা পেতে কিছুক্ষণ পর পর স্ক্রিনের সামনে থেকে উঠে যতোটা সম্ভব দূরে বসে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও স্ক্রিনের উজ্জল আলো থেকে চোখ রক্ষা করতে গ্লেয়ার প্রোটেক্টর ব্যবহারের পরামর্শও দিয়েছেন তারা।

স্মার্ট ফোনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 স্মার্ট ফোনের সাহায্যে সড়ক দুর্ঘটনা এড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম)। সে লক্ষেই সম্প্রতি পিয়ার-টু-পিয়ার ৮০২.১১ প্রযুক্তির ওপর ভিত্তি করে জিএম তার নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ফলে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়ার হাত থেকে বাঁচতে স্মার্টফোনের সাহায্য নিতে পারবেন।
জেনারেল মোটরসের বক্তব্য অনুযায়ী ওয়াই-ফাই প্রযুক্তির ওপর ভিত্তি করে পুরো ব্যবস্থাটি দাঁড় করানো হয়েছে। ওয়াই-ফাই ডিরেক্ট একটি কম্পিউটার নেটওয়ার্কিং মান। এর উপস্থিতিতে ওয়াইফাই হটস্পট ছাড়াই স্মার্টফোনগুলো তথ্য আদান-প্রদান করতে পারে।
ওয়াইফাই অ্যালায়েন্সের মতে, এ প্রযুক্তি সর্বোচ্চ ৬৫৬ ফিট বা দুইটি ফুটবল মাঠের সমান দূরে অবস্থিত দুটো ডিভাইসের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম। এর মাধ্যমে ২০০ মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর অবস্থান সহজেই নির্ণয় করা সম্ভব হবে।
জিএমের গবেষকদের মতে, প্রযুক্তিটি অন্যান্য সেন্সরভিত্তিক বস্তু নির্ণয় করতে পারে। গাড়িগুলোর ভেতর আগে থেকেই ড্রাইভার অ্যালার্ট সিস্টেম রয়েছে। ফলে পথচারী বা সাইকেলচালকের সঙ্গে যদি ওয়াই-ফাই-সংবলিত স্মার্টফোন থাকে তাহলে সময়মতো গাড়িচালকরা সতর্ক হতে পারবেন।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির প্রথম আবিষ্কার হচ্ছে সাইড ভিউ মিরর। তবে এ ক্ষেত্রে বিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা জিএম অন্যান্য গাড়ি এবং ইলেকট্রনিক্স নির্মাতাদের উদ্ভাবিত থ্রিজি, ক্যামেরা অথবা রাডার প্রযুক্তি ব্যবহার না করে, করেছে ওয়াইফাই ডাইরেক্ট প্রযুক্তি। সড়কগুলো আরও বেশি জনবহুল হয়ে ওঠায় এ প্রযুক্তির নিয়ে নিরলস গবেষণা করছেন বিজ্ঞানীরা।
সূত্র : অনলাইন

কম্পিউটার গেইমস শিশুদের ক্ষতির কারণ

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 বিশ্বজুড়ে বিভিন্ন বয়সী ব্যক্তির বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে কম্পিউটার গেইমস। বিশেষ করে শিশুরা গেইমসের বেশি ভক্ত। তবে সব গেইম যে শিশুদের সুষুম বিনোদন দেয় তা নয়। অনেক গেইম সহিংস ঘটনাকে প্রাধান্য দিয়ে তৈরি হওয়ায় তা শিশুদের মধ্যে হিংসাত্মক আচরণের জন্ম দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি এক্সপ্রেস। প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে হিংসাত্মক আচরণের জন্য শিশুদের সাময়িক বরখাস্তের ঘটনা দিন দিন বাড়ছে। অন্য শিক্ষার্থীর ওপর হামলা করায় গত দুই বছরে প্রায় এক লাখ ৬১ হাজার ৫৪০ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ৮৫০ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয় যুক্তরাজ্যে।
সূত্র : ইন্টারনে

Wednesday, July 25, 2012

Ict World News 24. Com: গুগল ট্যাবলেটের বাজিমাত : নেক্সাস ৭-এর স্টক শেষ

Ict World News 24. Com: গুগল ট্যাবলেটের বাজিমাত : নেক্সাস ৭-এর স্টক শেষ: আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : গুগল ট্যাবলেট কম্পিউটার বাজারে এসেছে এক মাসও হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফুরিয়ে গেছে ট্...