Tuesday, December 11, 2012

Open & Free Internet Browsing


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

World's Government ঘোষনা দিয়েছে যে, Internet Browsing আর Open & Free থাকবে না। অর্থ্যাৎ মাসে মাসে তো ইন্টারনেট বিল দিতেই হবে, সাথে Website Browse এর সময়ও টাকা বা ডলার দিয়ে আবার 
Browsing -এর মূল্য পরিশোধ করতে হবে। এবং তা আমাদের মত উন্নয়নশীল দেশে তা মোটামুটি অসম্ভব। তাই এই নীতি যাতে প্রণীত না হয় সে জন্য Search Engine Giant GOOGLE তাদের নতুন কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমে আপনি পারবেন World's Govt. কে আপনার মতামত দিতে যে আপনি কী চান? Free Internet Browsing করতে,নাকি Paid Internet Browsing করতে? এই অবস্থায় Paid Internet Browsing এর ক্ষেত্রে আপনার Personal Security -এর Priority বেশ ভাল থাকবে। কিন্তু বাংলাদেশে তা অনেক সুবিধা বয়ে আনলেও ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা অনেক কমে যাবে। কারন অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই মধ্য আয়ের জনগন। তাই আসুন আমরা সবাই World's Govt. -এর কাছে আবেদন করি যাতে Internet Browsing বর্তমান অবস্থার মতই Open & Free Internet Browsing রাখা হয়। তা যেন Paid Internet Browsing না হয়।

এই জন্য আপনাকে সর্বপ্রথম GOOGLE -এর এই লিঙ্কে যেতে হবে।
সেখানে আপনার First Name, Last Name, E-mail, Location এবং Add your Voice (আপনার বক্তব্য) লিখে SUBMIT বাটনে CLICK করুন। ব্যস আপনার কাজ হয়ে গেল। আপনিও Open & Free Internet Browsing এর পক্ষে একজন হয়ে গেলেন।
https://www.google.com/intl/en/takeaction/what-you-can-do/

No comments:

Post a Comment