আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
আইসিটি অগ্রগতির দৌড়ে লেনোভো বিশ্বব্যাপী এগিয়েছে। স্মার্টফোন, ট্যাবলেট, আলট্রাবুক, অল ইন ওয়ান পিসি এসবই এখন কম্পিউটিং প্রযুক্তির ক্রেজ। লেনোভো গ্রাহকের এসব চাহিদাকে মাথায় রেখে বাজারে এনেছে আলট্রা লাইট, আলট্রা স্টাইলিস্ট এবং আলট্রা স্মার্ট এই তিন ধরনের আলট্রাবুক।
প্রসঙ্হ, আলট্রাবুক পুরোটাই এলুমিনিয়াম বডিতে তৈরি। এ শক্তির পণ্যের ব্যাটারি ব্যাকআপ ৮ ঘণ্টা। এ ছাড়া লেনোভো এনহানসড স্পিড, র্যাপিড বুট টেকনোলজি, এসএসডির ব্যবহার, বুটশিল্ড, ওয়ান কি রেসকিউ সিস্টেম, সম্পূর্ণ এইচডি ডিসপ্লে এসব তো আছেই।
লেনোভোর নতুন পণ্যের তালিকায় আছে ইউ, জেড, এস এবং জি সিরিজের ল্যাপটপ। গেমার, মাল্টিমিডিয়া প্রফেশনাল, গ্রাফিক প্রফেশনাল, হোম ইউজার এবং বড় ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের কাজের ভলিউমের কথা বিবেচনায় রেখে লেনোভো তাদের পণ্য সম্ভাব বাজারে আরও সহজলভ্য করছে।
এ ছাড়াও লেনোভো বাংলাদেশে তাদের বিক্রয় পরবর্তী সেবাকে আরও গ্রাহকবান্ধব করতে প্রতিশ্র“তিবদ্ধ। লেনোভোকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে লেনোভো বিক্রয় চ্যানেলকে আরও শক্তিশালী করবে।
No comments:
Post a Comment