Thursday, March 5, 2015

একনজরে ৮৭তম অস্কার পুরস্কারের তালিকা

Oscar 2015আইসিটি ওয়ার্ল্ড নিউজঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডের ডলবি থিয়েটারে ৮৭তম অস্কারের জমকালো অনুষ্ঠান হয়। হলিউড চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অস্কারের ৮৭তম সংস্ককরণে আধিপত্য দেখিয়েছে আলেজান্দ্রো গঞ্জালেস পরিচালিত ‘বার্ডম্যান’ মুভিটি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে ও সেরা সিনেমাটোগ্রাফি হিসেবে ‘বার্ডম্যান’ চারটি অস্কার জিতে নিয়েছে। এছাড়া এবার সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেতা ইদি রেদমেইন। ‘দ্য থিয়োরি অব এভরিথিং’ মুভিতে  অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। আর ‘স্টিল আলিস’ মুভিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন মার্কিন অভিনেত্রী জুয়ালিন মুর। খবর বিবিসি ও দ্য হিন্দুর বরাবরের মতোই এবারও অন্যান্য ক্যাটাগরিতে অস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে সেরা বিদেশি ভাষার মুভি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে পোলিশ মুভি ‘আইদা’। সেরা ছবির ক্যাটাগরিতে ‘বার্ডম্যান’র সঙ্গে প্রতিযোগিতায় ছিল ৮টি মুভি। এগুলো হচ্ছে ‘আমেরিকান স্নাইপার’, ‘বয়হুড’, ‘দ্য ইমিটেশন গেম’, ‘দ্য থিয়োরি অব এভরিথিং’, ‘দ্য গ্রান্ড বুদাপেস্ট হোটেল’, ‘সেলমা’ ও হুইপল্যাশ। তবে তাদেরকে হারিয়ে ‘বার্ডম্যান’ই সেরা ছবি হিসেবে অস্কার জিতে নিলো। আলেজান্দ্রো গঞ্জালেস একজন মেক্সিকান চলচ্চিত্র পরিচালক।
oscar nominations 2015
‘বার্ডম্যান’ ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকের দুটো পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতে শীর্ষে থাকলেও সমসংখ্যক পুরস্কার জিতে নিয়ে বার্ডম্যানের কাঁধে কাঁধ ঠেকিয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি। ‘বার্ডম্যান’ ছবিটি দুই সেরার পাশাপাশি জিতেছে অরিজিনাল স্ক্রিনপ্লে এবং সিনেমাটোগ্রাফি পুরস্কারও। আর ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ পেয়েছে—প্রোডাকশন ডিজাইন, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, কস্টিউম ডিজাইন ও বেস্ট অরিজিনাল স্কোর পুরস্কার। ২০১৫ সালের অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জেকে সিমন্স। ‘হুইপল্যাশ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। অন্যদিকে, ‘বয়হুড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা  পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্যাট্রিসিয়া আরকুয়েটে। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পাওয়েল পাউলিকোউস্কি পরিচালিত ‘ইদা’ ছবিটি।
এবার একনজরে পুরস্কারের তালিকা দেখে নেওয়া যাক-
birdman5সেরা চলচ্চিত্র : বার্ডম্যান
Alejandro-Inarritu
সেরা পরিচালক : আলজান্দ্রো গঞ্জালেস ইনারিতু (বার্ডম্যান)
Eddie-Redmayne
সেরা অভিনেতা : এডি রেডমাইন (দ্য থিওরি অব এভরিথিং)
Julianne-Moore
সেরা অভিনেত্রী : জুলিয়ান মুর (স্টিল এ্যালাইস)
J.K Simmons
সেরা পার্শ্ব অভিনেতা : জেকে সিমন্স (হুইপল্যাশ)
Patricia Arquette
সেরা পার্শ্ব অভিনেত্রী : প্যাট্রিসিয়া এ্যারকুইটি (বয়হুড)
The-Imitation-Game
সেরা চিত্রনাট্য (সম্পাদিত) : দ্য ইমিটেশন গেম
Birdman1
সেরা মূল চিত্রনাট্য : বার্ডম্যান
Big-Hero-6
সেরা এ্যানিমেশন পূর্ণদৈর্ঘ্য : বিগ হিরো ৬
Feast
সেরা এ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য : ফিয়াস্ট
Emmanuel Lubezki
সেরা সিনেমাটোগ্রাফি : বার্ডম্যান
Grand-Budapest-Hotel1
সেরা পোশাক পরিকল্পনা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
CitizenFour
সেরা ডকুমেন্টারি পূর্ণদৈর্ঘ্য : সিটিজেনফোর
Crisis-Hotline-Veterans-Press-1
সেরা ডকুমেন্টারি স্বল্পদৈর্ঘ্য : ক্রাইসিস হটলাইন : ভেটেরান প্রেস ১
Whiplash1
সেরা চলচ্চিত্র সম্পাদনা : হুইপল্যাশ
Secvență din filmul „Ida
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র : ইডা (পোল্যান্ড)
The-Phone-Call
সেরা লাইভ এ্যাকশন স্বল্পদৈর্ঘ্য : দ্য ফোন কল
Grand-Budapest-Hotel1
সেরা মেকআপ ও চুলসজ্জা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
the grand budapest hotel

সেরা সঙ্গীত : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
Grand-Budapest-Hotel2
সেরা প্রোডাকশন ডিজাইন : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল 
সেরা গান : গ্লোরি- সেলমা
American-Sniper
সেরা সাউন্ড এডিটিং : আমেরিকান স্নাইপার
Interstellar
সেরা ভিজ্যুয়াল এফেক্টস : ইন্টারস্টেলার

No comments:

Post a Comment