Tuesday, December 11, 2012

আইবিএম আলোর সঙ্কেত ব্যবহার করে কাজ করার উপযোগী চিপ তৈরি করার জন্য গবেষণা করছে


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

মার্কিন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক আইবিএম জানিয়েছে, তারা ইলেক্ট্রিক সঙ্কেতের বদলে আলোর সঙ্কেত ব্যবহার করে কাজ করার উপযোগী চিপ তৈরি করার জন্য গবেষণা করছে। নতুন ধরনের চিপটি তৈরি হলে কম্পিউটারের প্রসেসরে তথ্য স্থানান্তরের গতি বাড়বে। খবর বিবিসির।
আইবিএম-এর গবেষণা দলটি জানিয়েছে, প্রচলিত ইলেক্ট্রন স্রোতের বদলে আলোর কণার স্রোত দু’টি ক্ষেত্রে সুবিধাজনক। এক. কোনো তথ্য হারানোর ভয় ছাড়াই সার্ভার থেকে দূরবর্তী স্থানে ডেটা পাঠানো সম্ভব। দুই. আলোর মতোই দ্রুতগতিতে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করা সম্ভব।
কিছু ডেটা সেন্টার অবশ্য ইতোমধ্যেই তামার তারের বদলে অপটিক্যাল কেবলের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন চিপের ডেটা স্থানান্তর করে। কিন্তু এক্ষেত্রে আলোর সঙ্কেত থেকে তা আবার ইলেক্ট্রনিক সঙ্কেতে রূপান্তর করতে হয়। আইবিএম-এর নতুন চিপটি নির্মিত হলে সরাসরি আলোর সঙ্কেতই এক্ষেত্রে স্থানান্তর করা যাবে।
আইবিএম-এর গবেষক ড. সলোমন আসেফা বলেন, ‘যখন আপনি ইন্টারনেটে কিছু খোঁজেন, আপনার ডেটা একটা নির্দিষ্ট চিপে বা চিপের র‌্যাকেও থাকে না। বিপুল ডেটা সেন্টারে তথ্যটি ছড়ানো অবস্থায় থাকতে পারে। আপনি চান খুব দ্রুত ফলাফল। এখানেই প্রশ্ন আসে, চিপগুলো কিভাবে দ্রুততম উপায়ে সংযুক্ত করা যায়।’
প্রচলিত প্রযুক্তিতে বিপুল এ তথ্যভাণ্ডার থেকে এটি করা খুব কঠিন। নতুন প্রযুক্তিটি এক্ষেত্রে দ্রুত ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ীভাবে কাজ করতে সক্ষম বলে জানিয়েছে আইবিএম। 

No comments:

Post a Comment