Tuesday, December 11, 2012

চোখের লেন্সের নতুন প্রযুক্তি ‘এলসিডি লেন্স’


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

সম্প্রতি বেলজিয়ামের গবেষকেরা নতুন এক ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে মুঠোফোন বার্তার মতো নানা তথ্য মানুষের চোখে বসানো কন্টাক্ট লেন্সে দেখা যাবে। বাঁকানো এলসিডি ডিসপ্লে ব্যবহার করায় চোখের ভেতরেই তথ্য প্রদর্শিত হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা, কন্টাক্ট লেন্সের সঙ্গে বাঁকানো এলসিডি ডিসপ্লে যুক্ত করে তারবিহীন পদ্ধতিতে চোখে তথ্য প্রদর্শনের এ পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষক হার্বার্ট ডি স্মেট এ প্রসঙ্গে জানিয়েছেন, চোখের মধ্যেই তথ্য প্রদর্শনের প্রযুক্তি সংযুক্ত করার পদ্ধতি উদ্ভাবন সম্ভব হয়েছে। কয়েক বছরের মধ্যে এর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরির কাজ শুরু হয়ে যাবে।
গবেষকেরা জানিয়েছেন, এলসিডি প্রযুক্তি ব্যবহার করার ফলে চোখের মধ্যেই মুঠোফোন বার্তা, দিকনির্দেশনার মতো বিষয়গুলো ফুটে উঠবে। গবেষকেরা বলছেন, এ প্রযুক্তির সাহায্যে চলচ্চিত্র দেখার সুবিধা আপাতত দেয়া সম্ভব না হলেও এ প্রযুক্তি ব্যবহার করে অনেক অ্যাপ্লিকেশন চালানো এখনই সম্ভব হবে। 

No comments:

Post a Comment