Tuesday, December 11, 2012

১০ বছর পরেই চাঁদে সফর করা সম্ভবপর হবে


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

মার্কিনি মহাকাশযান ‘এ্যাপোলো-১৭’ এর প্রথম চাঁদে যাত্রার ৪০-তম বার্ষিকী পূর্তির ঠিক প্রাক্কালে নাসার প্রাক্তন বিশেষজ্ঞরা ঘোষনা করেছেন, যে চাঁদে নিয়মিত বাণিজ্যিক সফরের বন্দোবস্ত তারা করবেন. গোল্ডেন স্পাইক নামক কোম্পানিটির প্রতিষ্ঠা করেছেন এ্যাপোলো প্রকল্পের ভূতপূর্ব অধ্যক্ষ জনসন স্পেস ও নাসার বিজ্ঞান দপ্তরের প্রাক্তন প্রধান অ্যালান স্টার্ন. তারা ১০ বছর পরেই পৃথিবীবাসীদের জন্য অপেক্ষাকৃত সহজেই চাঁদ সফর করানোর ব্যবস্থা করতে দৃঢ়প্রতিজ্ঞ. বর্তমানে ২ জনের এরকম যাওয়া-আসার জন্য খরচ পড়বে অন্ততঃপক্ষে ১৪০ কোটি ডলার. উপরোক্ত প্রাক্তন বিশেষজ্ঞরা পুরনো মহাকাশযানগুলির আধুনিকীকরন করে চাঁদ সফরের দাম কমাতে চান. বি.বি.সি. জানিয়েছে, যে স্পেস ও স্টার্নের পূর্বাভাস অনুযায়ী তারা ১৫-২০টি এরকম সফরের আয়োজন করতে সক্ষম হবেন.

No comments:

Post a Comment