Saturday, September 22, 2012

বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সাড়ে ৯ কোটি

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : 
বাংলাদেশের মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৯ কোটি। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র দাফতরিক ওয়েব সাইটের হালনাগাদ উপাত্তে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিটিআরসির তথ্য অনুসারে, গত ৩১ আগস্ট পর্যন্ত দেশের ছয় মোবাইলফোন অপারেটরের গ্রাহক সংখ্যা উল্লেখ করা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ২৮ হাজার।
সংস্থাটির তথ্য অনুসারে, এখনো গ্রাহক সংখ্যার শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সংখ্যা তিন কোটি ৯৮ লাখ তিন হাজার। এর পরের অবস্থানে রয়েছে বাংলালিংক। এর গ্রাহক দুই কোটি ৫৭ লাখ ৪৩ হাজার। তৃতীয় অবস্থানে রয়েছে রবি। রবির গ্রাহক দুই কোটি এক লাখ ৪৪ হাজার।
অবশিষ্ট তিন মোবাইলফোন অপারেটর এয়ারটেল, টেলিটক ও সিটিসেলের গ্রাহক সংখ্যা কোটির নিচে। এয়ারটেলের গ্রাহক ৬৭ লাখ ৮৪ হাজার, সিটিসেলের ১৬ লাখ ৮৩ হাজার।
একমাত্র রাষ্ট্রায়ত্ব মোবাইলফোন অপারেটর টেলিটকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৭ হাজার। শেষোক্ত তিনটি অপারেটরই গ্রাহক হারিয়েছে। গত এক মাসে এয়ারটেলের গ্রাহক কমেছে ২২ হাজার, সিটিসেলের দুই হাজার আর টেলিটকের গ্রাহক কমেছে ২৪ হাজার। 

No comments:

Post a Comment