আইসিটি ওয়ার্ল্ড নিউজ :
তথ্যের গোপনীয়তা বজায় রাখতে অনেক সময় ফোল্ডার কিংবা ড্রাইভ লুকিয়ে রাখার প্রয়োজন পড়তে পারে। তথ্যের নিরাপত্তা বাড়াতেও অনেক সময় লুকিয়ে রাখতে হয়। তৃতীয় পক্ষের অনেক সফটওয়্যার ব্যবহার করে এমন সুবিধা পাওয়া যায়। তবে ইচ্ছা করলে সফটওয়্যারের সহায়তা ছাড়াও ড্রাইভ লুকিয়ে রাখা যায়। ড্রাইভ লুকিয়ে রাখার জন্য প্রথমে স্টার্ট মেন্যু থেকে রান এ গিয়ে diskpart টাইপ করে Enter চাপতে হবে।। নতুন একটি উইন্ডো আসবে। এখানে list volume লিখে পুনরায় Enter চাপতে হবে। নতুন আরেকটি উইন্ডো আসবে। এখন এর লেখা কিছুটা পরিবর্তন করতে হবে। আপনি যদি G: ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে select volume 5 লিখে Enter চেপে remove letter G দিয়ে আবার Enter চাপতে হবে। সফলভাবে কাজগুলো করতে পারলে diskpart removed the Drive Letter বার্তা আসবে। সবশেষে পিসি রিস্টার্ট দিতে হবে । যদি পুনরায় ড্রাইভটি প্রদর্শন করানোর প্রয়োজন হয় তবে একই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তবে remove letter G এর জায়গায় assign letter G লিখতে হবে।
No comments:
Post a Comment