Monday, July 30, 2012

কম্পিউটার গেইমস শিশুদের ক্ষতির কারণ

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 বিশ্বজুড়ে বিভিন্ন বয়সী ব্যক্তির বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে কম্পিউটার গেইমস। বিশেষ করে শিশুরা গেইমসের বেশি ভক্ত। তবে সব গেইম যে শিশুদের সুষুম বিনোদন দেয় তা নয়। অনেক গেইম সহিংস ঘটনাকে প্রাধান্য দিয়ে তৈরি হওয়ায় তা শিশুদের মধ্যে হিংসাত্মক আচরণের জন্ম দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি এক্সপ্রেস। প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে হিংসাত্মক আচরণের জন্য শিশুদের সাময়িক বরখাস্তের ঘটনা দিন দিন বাড়ছে। অন্য শিক্ষার্থীর ওপর হামলা করায় গত দুই বছরে প্রায় এক লাখ ৬১ হাজার ৫৪০ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ৮৫০ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয় যুক্তরাজ্যে।
সূত্র : ইন্টারনে

No comments:

Post a Comment