আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
বিজ্ঞানীরা বলছেন বৃষ্টিপাতের ধরনে অস্বাভাবিক কিছু পরিবর্তন, ভূমিকম্পের তীব্রতা বৃদ্ধি এবং মানুষের অনিয়ন্ত্রিত কিছু কার্যকলাপ এর জন্য দায়ী।
বিজ্ঞানীরা এইসব ভূমিধসের যেসব কারণ চিহ্নিত করেছেন তার মধ্যে এলাকার ভূতাত্ত্বিক পরিস্থিতির পরিবর্তন এবং বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়াকে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
তাঁরা বলছেন আকস্মিক বৃষ্টি, এবং যখন তখন অতিমাত্রায় বৃষ্টির ফলে পাহাড়ে মাটি এবং পাথরের সংযুক্ত থাকার ক্ষমতাও ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি ঢালে মাটি ও পাথর এভাবে আলগা হয়ে যাওয়ার কারণে ভূমিধসের প্রবণতাও বেড়ে গেছে এবং ফলে ভূমিধসে প্রাণহানির ঘটনাও বেড়েছে।
ভূপৃষ্ঠের নিচে বিভিন্নধরনের তৎপরতা ও চাপ ক্রমশ বাড়তে থাকার কারণে দক্ষিণ এশিয়ায় মাটির নিচে নানাধরনের ভূতাত্ত্বিক পরিবর্তন এসেছে বলে বিজ্ঞানীদের মত।
এশিয়ায় বিশ্বের মধ্যে সবচেয়ে সক্রিয় অনেকগুলো টেকটনিক প্লেট রয়েছে- ফলে সেখানে ভূগর্ভে নড়াচড়ার কারণে বিভিন্নরকম স্খলনের আশংকা তৈরি হবার সম্ভাবনাও রয়েছে বেশি।
No comments:
Post a Comment