Saturday, July 14, 2012

পানিরোধক ডিজিটাল ক্যামেরা


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

পানির নিচের ছবি না তুলতে পারার আক্ষেপ রয়েছে অনেকের। তাঁদের মনোবেদনা কমাতে জেনারেল ইমেজিং বাজারে এনেছে পানিরোধক ডিজিটাল ক্যামেরা।
এতে রয়েছে ১২ দশমিক ২ মেগাপিক্সেল লেন্স, ৪ এক্স অপটিক্যাল এবং ৪.৫ এক্স ডিজিটাল জুম।
আছে অটো ব্রাইটনেস সুবিধার ২.৭ ইঞ্চির এলসিডি পর্দা, ফেইস ডিটেকশন, রেড আই রিমুভাল, ইমেজ ডিটেকশন প্রভৃতি সুবিধা। ১৮ মেগাবাইটের ইন্টারনাল মেমোরিসহ ক্যামেরাটির তথ্য ধারণক্ষমতা ১৬ গিগাবাইট।

No comments:

Post a Comment