Saturday, July 21, 2012

৩২ হাজারে ইপিসি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : 

আসুসের ইপিসি ‘১২২৫বি’ মডেলের নতুন নেটবুক এখন দেশে পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১১.৬ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের নেটবুকে আছে ১.০ গিগাহার্টজ গতির এএমডি ডুয়্যালকোর প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৪ জিবি ডিডিআর-৩ র‌্যাম, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ১০/১০০ ল্যান, ৮০২.১১বি/জি/এন, এইচডি অডিও, ব্লুটুথ ৩.০, ২টি ৩.০ ইউএসবি পোর্ট, ১টি ২.০ ইউএসবি পোর্ট, ভিজিএ এবং এইচডিএমআই ইন্টারফেস।

ওজন ১.৪৪ কেজি মাত্র। এ মুহূর্তে দাম ৩২ হাজার

No comments:

Post a Comment