Saturday, July 21, 2012

গতকাল সারা দিনই শোকাহত ছিল ভার্চুয়াল-জগৎ


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
অনলাইনে বাংলা ব্লগসাইটগুলোতে গতকাল শুক্রবার অনেক ব্লগার লিখেছেন, ‘আজ সবার মন খারাপ।’ বৃহস্পতিবার রাতে জনপ্রিয় লেখক, সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুসংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক, টুইটারসহ বাংলা ব্লগগুলোতে।
দীর্ঘদিন ধরে ক্যানসার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন জনপ্রিয় হিমু, মিসির আলী চরিত্রের স্রষ্টা এই লেখক। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া এই লেখকের মৃত্যুর খবরে শোকাহত হয়ে ওঠে ভার্চুয়াল-জগৎ। গতকাল সারা দিনই শোকাহত ছিল ভার্চুয়াল-জগৎ।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের অনেকেই প্রিয় লেখকের মৃত্যুতে শোকাহত হয়ে নিজের প্রোফাইল ছবিতে কালো রিবন ব্যবহার করেছেন। অনেকে আবার হুমায়ূন আহমেদের ছবিকেই বানিয়েছেন নিজের প্রোফাইল ছবি। ফেসবুকের দেয়াল ভরে উঠেছে কালো ব্যানার, কাভারে। ব্যবহারকারীরা নিজেদের হালনাগাদে (স্ট্যাটাস) স্মরণ করেছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা এ লেখককে। এ ছাড়া ফেসবুকে আছে হুমায়ূন আহমেদের নানা ছবি। খুদে ব্লগসাইট টুইটারেও অনেকেই ছড়িয়ে দিয়েছেন প্রিয় লেখকের মৃত্যুর খবর। যোগ করেছেন ছবিও।
বাংলা ব্লগসাইটগুলোতে এই নিয়ে রয়েছে বিশেষ নিবন্ধ। বিভিন্ন ব্লগে এই জনপ্রিয় লেখক, প্রযোজক, পরিচালকের জীবন-কর্ম নিয়ে রয়েছে একাধিক আলোচনা। বিশেষ বিষয়ের নিবন্ধগুলোকে রাখা হয়েছে বিশেষ সঞ্চালক নির্বাচিত অবস্থায়। প্রথম আলো ব্লগে (www.prothom-aloblog.com) ব্লগারদের বিশেষ লেখা সঞ্চালক নির্বাচিত রাখার পাশাপাশি ব্লগ সঞ্চালকের পক্ষ থেকে বিশেষ নির্বাচিত বক্সে শোকাহত পোস্ট রাখা হয়েছে। সামহোয়ার ইন ব্লগ (www.somewhereinblog.net), আমার ব্লগ (www.amarblog.com), আমরা বন্ধু (www.amrabondhu.com) ব্লগে, চতুর্মাত্রিক ব্লগে (www.choturmatrik.com) এ নিয়ে বিশেষ নিবন্ধ রয়েছে। সচলায়তন ব্লগে (www.sachalayatan.com) এ মহান লেখকের মৃত্যুতে বিশেষ ব্যানার যোগ করা হয়েছে। হুমায়ূন আহমেদের নানা তথ্য পাওয়া যাবে বাংলা উইকিপিডিয়ায় (http://goo.gl/j3fZC)।

No comments:

Post a Comment