Wednesday, July 4, 2012

হাইটেক পার্কসহ আইসিটি’র দুটি প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

পদ্মা সেতু প্রকল্পের পর এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে অর্থায়নের বিষয়ে পিছিয়ে গেছে বিশ্বব্যাংক। ফলে হাইটেক পার্কসহ লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত এক হাজার কোটিরও বেশি টাকা প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পের অর্থ ছাড়ের শেষ পর্যায়ে বিশ্বব্যাংক অর্থায়নের বিষয়টি আপাতত স্থগিত করেছে বলে জানিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি দায়িত্বশীল সূত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি খাত উন্নয়ন সহায়তা প্রকল্পের (পিএসডিএসপি) আওতায় হাইটেক পার্কে চলাচলে সুবিধার জন্য ঢাকা-কালিয়াকৈর শাটল ট্রেনপথ নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংক ৫৫০ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সব প্রক্রিয়া শেষ করে গত ফেরুয়ারি মাস থেকে প্রতিশ্রুত টাকা ছাড় করার কথা ছিল। সে অনুযায়ী নতুন অর্থবছর থেকে শুরু হওয়ার কথা ছিল দুই বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নের কাজ।
অপরদিকে ‘লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ২০০৭ সালে সরকারের সঙ্গে ৫০৯ কোটি টাকার আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় প্রকল্প প্রস্তাব অনুমোদনসহ যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়।
প্রকল্প দুটি নিয়ে সম্প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে পরে জানানো হবে জানানো হয়। এরপর সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) বিশ্বব্যাংক মৌখিকভাবে জানিয়েছে তারা হাইটেক পার্ক এবং লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পে আপাতত অর্থায়ন করছে না। ইআরডির একটি সূত্র জানিয়েছে, প্রকৃতপক্ষে বিশ্বব্যাংক এ প্রকল্পের অর্থায়ন স্থগিত করেছে। আগামী কিছুদিনের মধ্যে চিঠি দিয়ে মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়ে দেবে বিশ্বব্যাংক।
সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদী ‘লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স’ প্রকল্পের অধীনে ৩০ হাজার মানুষকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করা, আইসিটির ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩ থেকে আরো উন্নত করার পরিকল্পনা ছিল এ প্রকল্পের লক্ষ্য। এছাড়া এই প্রকল্পের সুবিধা হিসেবে পাঁচ বছর পর আইসিটি খাত থেকে বছরে ৫০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
তবে এ মুহূর্তে প্রকল্প বাস্তবায়ন না হলে উপজেলা পর্যায়ে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় শতভাগ সাফল্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে কোরিয়া সরকারের সহায়তায় ২৮০ কোটি টাকা ব্যয়ে উপজেলা ইন্টারনেট কানেকটিভিটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে ৩৫টি প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্পে বিশ্বব্যাংকের বিনিয়োগ রয়েছে ৪৩৫ কোটি টাকা। এছাড়া আরো কিছু প্রকল্পে এক হাজার ৪৫০ কোটি টাকার ঋণ নেয়া আছে।

No comments:

Post a Comment