Saturday, July 14, 2012

নকিয়া আনছে ৬টি ‘উইন্ডোজ ফোন ৮’


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 সম্প্রতি ডব্লিউপিড্যাঙ্গ ডট কম নামের চীনের একটি ওয়েবসাইটে নকিয়ার কয়েকটি উইন্ডোজ ফোনের নথিপত্র ফাঁস হয়েছে। এই ওয়েবসাইটে নজির স্বরুপ দেখানো হয়েছে যে নকিয়া উইন্ডোজ চালিত বেশ কয়েকটি ফোন তৈরির সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু নকিয়ার পরিকল্পনা তালিকার তথ্যাবলী দেখে অনুমান করা যাচ্ছে যেগুলি বিদ্যমান উইন্ডোজ ফোনগুলোর অনুরুপ।
উল্লেখ্য, ছকের তালিকায় যুক্ত পণ্যের কোড নামের মধ্যে আছে নকিয়া ফাই, ফ্লুয়িড এবং ডগফোন। এছাড়াও আছে স্যামসাং এসজিএইচ-১৬৮৭ এবং জুগারনট আলফা, নকিয়ার পক্ষ থেকে যখন চুড়ান্ত ঘোষণা আসবে তখন এ পণ্য দুটির কোড নাম পরিবর্তন হবে বলে নিশ্চিত ধারণা করা যাচ্ছে।
এদিকে ফোনএরিনা ডট কম এর প্রদর্শিত তথ্য অনুযায়ী, নকিয়া পিউরভিউ এর জন্য পণ্যের কোড নাম খুব সম্ভবত পি৪৩০১ হবে। বর্তমানে পিউরভিউ সম্পূর্ণভাবে উইন্ডোজ ফোন ৮ এর অধীনে। এছাড়া জুগারনট আলফা হওয়া সত্বেও এদিকটাই দৃষ্টি দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে পণ্যটির নির্মাণ বিবরণী তথ্য ঠিক আসন্ন উইন্ডোজ ফোনের মত।
কিন্তু এ মুহূর্তের বিদ্যমান তথ্য থেকে প্রত্যক্ষ করা যাচ্ছে কেবল কোড নাম ব্যতীত অন্য কোনো তথ্য নেই যা নকিয়া ভক্তদের আন্দোলিত করবে। তারপরেও বিষয়টি সত্য বলে অনুমান করা হচ্ছে।

No comments:

Post a Comment