আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
আধুনিক প্রযুক্তির সাহায্যে কুরআন পড়ার করার যন্ত্র তৈরি হয়েছে আগেই। এবার ভারতীয় উপমহাদেশের মুসলিমদের সুবিধার জন্য বাংলাসহ কয়েকটি ভারতীয় ভাষায় কুরআনের অনুবাদ শোনার একটি চীনেবানানো যন্ত্র বাজারজাত করেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি সংস্থা।
ওই যন্ত্রটিতে মূল কুরআনের সঙ্গেই যেমন অনুবাদ শোনা যাবে, তেমনভাবে কুরআনের ব্যাখ্যাও শুনতে পারবেন মুসলিমরা। চীনা প্রযুক্তিতে তৈরি ওই যন্ত্রটি রোববার কলকাতার বাজারে আনা হয়েছে।
যে ব্যবসায়ী এই যন্ত্রটি বাজারজাত করছেন, সেই আব্দুল আজিজ ফারুকি বলছেন, “যন্ত্রটি একটা মোটা কলমের মতো। এটি আসলে একটি সেন্সর।’’
‘ইকরা-ই-কুরআন নামের ব্যাটারিচালিত যন্ত্রটি চালু করার পরে বিশেষভাবে তৈরি একটি বুকমার্ক থেকে ভাষা আর কোন ইমামের গলায় কোরান শুনতে চান, সেখানে সেন্সর পেনটি ছুঁইয়ে দিন আর তারপরে বেছে নিন বিশেষভাবে ছাপা পবিত্র কোরানের যে কোনও একটি পাতা বা আয়াত। তারপরেই যন্ত্র নিজে থেকেই মূল আয়াত আর আপনার বেছে নেওয়া ভাষায় আয়াতটির বা গোটা পাতার অনুবাদ শুনিয়ে দেবে।’’
যন্ত্রটির সঙ্গে বিশেষভাবে ছাপানো একটা কুরআন যেমন রয়েছে, তেমনই থাকছে রেকর্ড করা তফ্সির বা ব্যাখ্যা। সেখানেও আপনি ভাষা আর পছন্দসই পাঠকের কন্ঠ বেছে করে নিতে পারবেন। হজ করতে গিয়ে আরবি না জানা থাকায় অসুবিধায় পড়তে হয় উপমহাদেশের অনেক মুসলিমকে।
তাদের সুবিধার জন্য ফারুকি একটি ট্র্যাভেল ডিকশনারিও তৈরি করেছেন যেটি ওই সেন্সর যন্ত্র দিয়েই ব্যবহার করা যাবে।
কুরআন পড়া বা তার ব্যাখ্যা করা যাদের কাজ সেই আলেমদের কাজটা যদি যন্ত্রই করে দেয় তাহলে কি তাদের সঙ্গে যন্ত্রটার সরাসরি বিরোধ বাঁধবে না?
ফারুকি বলেন, “ইমামদের সঙ্গে এই যন্ত্রের কোনও বিরোধ নেই। বরং ইমামদের কাজ অনেকটা সহজ করে দেবে আর বেশি সংখ্যায় ধর্মপ্রাণ মুসলমানের কাছে পবিত্র কোরানের বাণী পৌঁছে দেবে এই যন্ত্র।’’
তিনি জানান, চীনের একটি কারখানায় প্রতি মাসে ৫০,০০০ যন্ত্র তৈরি করা যাবে যেগুলো বাংলাদেশ-ভারত-পাকিস্তানে বিক্রি করা যাবে।
তবে সাধারণ মুসলমানরা প্রায় ৪৫০০ ভারতীয় টাকায় এই যন্ত্র কতটা কিনতে পারবেন, সেটা বুঝতে আরও সময় লাগবে। সূত্র: বিবিসি।
No comments:
Post a Comment