আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
যারা স্মার্টফোনে বেশি মেগাপিক্সেলের ক্যামেরার সন্ধান করছেন, তাঁদের জন্য সুখবর। লুমিয়া সিরিজের স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
নকিয়ার ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কেরিসের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বর্তমানে নকিয়ার ‘৮০৮পিওরভিউ’ নামের স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৮০৮পিওরভিউয়ের ক্যামেরা প্রযুক্তিটিই লুমিয়া সিরিজের স্মার্টফোনে যুক্ত করার পরিকল্পনা করেছে নকিয়া।
রিচার্ড কেরিস আরও জানিয়েছেন, বর্তমানে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের জন্য ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তিটিকে শিগগিরই নকিয়ার উইন্ডোজ ফোনে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
নকিয়ার ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কেরিসের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বর্তমানে নকিয়ার ‘৮০৮পিওরভিউ’ নামের স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৮০৮পিওরভিউয়ের ক্যামেরা প্রযুক্তিটিই লুমিয়া সিরিজের স্মার্টফোনে যুক্ত করার পরিকল্পনা করেছে নকিয়া।
রিচার্ড কেরিস আরও জানিয়েছেন, বর্তমানে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের জন্য ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তিটিকে শিগগিরই নকিয়ার উইন্ডোজ ফোনে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
No comments:
Post a Comment