আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
যারা ট্যাবলেট আর স্মার্টফোনের মাঝামাঝি আকারের কোনো পণ্য খুঁজছেন, তাঁদের জন্য বাজারে আসছে স্যামসাংয়ের ‘ফ্যাবলেট’।
স্মার্টফোনের তুলনায় আকারে বড় আবার ট্যাবলেটের তুলনায় আকারে ছোট এ ধরনের পণ্যগুলোকে ‘ফ্যাবলেট’ বলে। ‘স্যামসাং গ্যালাক্সি নোট ২’ হবে সেই ফ্যাবলেট। স্যামসাং এই পণ্যটিকে ফ্যাবলেট বলার কারণ হচ্ছে, এর ডিসপ্লে বা পর্দার মাপ।
বর্তমানে বাজারে থাকা ৫.৩ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ ‘গ্যালাক্সি নোট ২’ এর মাপ হবে ৫.৫ ইঞ্চি।
আগস্ট মাস নাগাদ বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ সভায় বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে স্যামসাং। এক খবরে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
‘গ্যালাক্সি নোট ২’ বা ফ্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন। এই পণ্যটিতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করতে পারে স্যামসাং। এআরএমের তৈরি সিপিইউ, কোয়াড কোরের এক্সিনয়িস প্রসেসর যুক্ত হবে স্যামসাং গ্যালাক্সি নোট ২ বা ফ্যাবলেটে।
স্মার্টফোনের তুলনায় আকারে বড় আবার ট্যাবলেটের তুলনায় আকারে ছোট এ ধরনের পণ্যগুলোকে ‘ফ্যাবলেট’ বলে। ‘স্যামসাং গ্যালাক্সি নোট ২’ হবে সেই ফ্যাবলেট। স্যামসাং এই পণ্যটিকে ফ্যাবলেট বলার কারণ হচ্ছে, এর ডিসপ্লে বা পর্দার মাপ।
বর্তমানে বাজারে থাকা ৫.৩ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ ‘গ্যালাক্সি নোট ২’ এর মাপ হবে ৫.৫ ইঞ্চি।
আগস্ট মাস নাগাদ বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ সভায় বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে স্যামসাং। এক খবরে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
‘গ্যালাক্সি নোট ২’ বা ফ্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন। এই পণ্যটিতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করতে পারে স্যামসাং। এআরএমের তৈরি সিপিইউ, কোয়াড কোরের এক্সিনয়িস প্রসেসর যুক্ত হবে স্যামসাং গ্যালাক্সি নোট ২ বা ফ্যাবলেটে।
No comments:
Post a Comment