আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
ধূমপান করলে শরীরের ফুসফুসে ক্যান্সারের কোষ সৃষ্টি হয়-এ কথা সবারই কমবেশি জানা। তা জেনেও ধূমপায়ীরা সিগারেটের মোহ ত্যাগ করতে পারেন না। তাঁদের কাছে একটা সান্ত্বনা হয়ত ছিল-ধূমপানের বিষ তিল তিল করে জমে ক্যান্সারের সূত্রপাত ঘটাতে অনেক বছর লেগে যাবে। অন্যদিকে যাঁরা সবে সিগারেট ধরেছেন, তাঁদের মনে হতে পারে-মাত্রই তো শুরু, এখনই এতো সাবধান হওয়ার কী আছে? তাঁদের সবার জন্য এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক শুনিয়েছেন হিমশীতল সতর্কবার্তা। ধূমপানের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিগারেট থেকে নির্গত রাসায়নিক বিষ আপনার শরীরের জেনেটিক ক্ষতিসাধন করে ফেলে।
গবেষকরা ১২ জন স্বেচ্ছাসেবী ধূমপায়ীর ওপর পরীক্ষা করে দেখেছেন, ‘পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (পিএএইচ) নামের ক্যান্সার সৃষ্টির রাসায়নিক যৌগ ধূমপানের পর কী মাত্রায় মানবশরীরের ডিএনএর (ডিঅঙ্রিাইবো নিউক্লিক অ্যাসিড) ক্ষতিসাধন করে। তাঁরা দেখতে পেয়েছেন, সিগারেটসংশ্লিষ্ট পিএএইচ রাসায়নিকটি ধূমপানের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের ভেতরে এমন আরেকটি রাসায়নিক যৌগে পরিবর্তিত হয় যা ডিএনএর এমন ক্ষতি করে। আর ক্যান্সারের শুরুটা ঘটে এভাবেই।
‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ বা অ্যাশের পলিসি পরিচালক মার্টিন ডকরিল বলেন, ‘এ গবেষণার ফলাফল আমাদের দেখিয়ে দিয়েছে-ধূমপানের পর কত দ্রুত ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়। ৩০ বছর নয়, মাত্র ৩০ মিনিটেই এটি আমাদের জেনেটিক জগতে আঘাত হানে।’
সূত্র : এএফপি, বিবিসি।
গবেষকরা ১২ জন স্বেচ্ছাসেবী ধূমপায়ীর ওপর পরীক্ষা করে দেখেছেন, ‘পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস’ (পিএএইচ) নামের ক্যান্সার সৃষ্টির রাসায়নিক যৌগ ধূমপানের পর কী মাত্রায় মানবশরীরের ডিএনএর (ডিঅঙ্রিাইবো নিউক্লিক অ্যাসিড) ক্ষতিসাধন করে। তাঁরা দেখতে পেয়েছেন, সিগারেটসংশ্লিষ্ট পিএএইচ রাসায়নিকটি ধূমপানের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের ভেতরে এমন আরেকটি রাসায়নিক যৌগে পরিবর্তিত হয় যা ডিএনএর এমন ক্ষতি করে। আর ক্যান্সারের শুরুটা ঘটে এভাবেই।
‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ বা অ্যাশের পলিসি পরিচালক মার্টিন ডকরিল বলেন, ‘এ গবেষণার ফলাফল আমাদের দেখিয়ে দিয়েছে-ধূমপানের পর কত দ্রুত ক্যান্সার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে যায়। ৩০ বছর নয়, মাত্র ৩০ মিনিটেই এটি আমাদের জেনেটিক জগতে আঘাত হানে।’
সূত্র : এএফপি, বিবিসি।
No comments:
Post a Comment