Sunday, July 8, 2012

শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপলের ম্যাকবুক এয়ার



আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

চলতি বছরের পুরোটা সময় হালকা-পাতলা নোটবুক (আলট্রা থিন নোটবুক) কম্পিউটারের বিক্রির হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছে অ্যাপলের ম্যাকবুক এয়ার। ৫ জুলাই এ তথ্য প্রকাশ করেছে ডিজিটাইমস রিসার্চ নামে বাজার-বিশ্লেষক একটি প্রতিষ্ঠান।
এ বছর মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ঘোষণার পাশাপাশি কম্পিউটার নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠান হালকা-পাতলা নোটবুক (আলট্রাবুক) বাজারে এনেছে। এর পরও শতকরা ৫০ ভাগ বাজার দখল করে রেখেছে অ্যাপলের আলট্রাবুক সিরিজের ম্যাকবুক এয়ার। গত তিন মাসের হিসেবে আলট্রাবুক সিরিজের যত নোটবুক বিক্রি হয়েছে, তার অর্ধেকই হচ্ছে ম্যাকবুক এয়ার।
অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে ওএস এক্স অপারেটিং সিস্টেম চালিত ১৩.৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ারের প্রথম প্রজন্ম বাজারে এসেছিল ২০০৮ সালের জানুয়ারি মাসে। ওই সময় বাজারের সবচেয়ে পাতলা নোটবুক কম্পিউটার ছিল ম্যাকবুক এয়ার। ২০১০ ও ২০১১ সালে ম্যাকবুক এয়ারে পরিবর্তন আনে অ্যাপল। ২০১১ সালের ১১ জুন ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

No comments:

Post a Comment