Wednesday, July 4, 2012

‘ব্ল্যাকবেরি ব্ল্যাকফরেস্ট’ ট্যাবলেট নিয়ে আসছে ব্ল্যাকবেরি



আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

প্রায় লোকসানে যাওয়া ব্ল্যাকবেরি মোবাইল ফোন নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) শেষ ভরসা হিসেবে ২০১৩ সালে একটি নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করছে।
নতুন অপারেটিং সিস্টেম ‘ব্ল্যাকবেরি ১০’ নির্ভর এ ট্যাবলেটটির ব্র্যান্ড নামের সঙ্গে ব্ল্যাকবেরি কথাটা যুক্ত থাকবে। নতুন ট্যাবলেটের নাম- ‘ব্ল্যাকবেরি ব্ল্যাকফরেস্ট’। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, ব্ল্যাকবেরি ব্লগে রিমের অভ্যন্তরীণ তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে। রিমের গোপন পরিকল্পনায় রয়েছে ‘ব্ল্যাকবেরি ব্ল্যাকফরেস্ট’।
ব্ল্যাকবেরি ব্ল্যাকফরেস্ট হবে ১০ ইঞ্চি মাপের ট্যাবলেট। ব্ল্যাকফরেস্ট ছাড়াও ন্যাশভেইল ও নেপলস নামে আলাদা দুটি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে ব্ল্যাকবেরি।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছে রিম। মাইক্রোসফটের কাছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার অংশ বিক্রি করে দেওয়া বা মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করার জন্য প্রতিষ্ঠানটির ওপর শেয়ারহোল্ডারদের চাপ রয়েছে। এ বছরের জুন মাসে নতুন অপারেটিং সিস্টেম ‘ব্ল্যাকবেরি ১০’ ঘোষণা করার কথা ছিল রিমের। কিন্তু রিম তাদের সে সিদ্ধান্ত থেকে সরে এসে ২০১৩ সাল নাগাদ নতুন অপারেটিং সিস্টেম ও পণ্য তৈরির জন্য সময় নির্ধারণ করেছে।
এদিকে ব্ল্যাকবেরির পরিকল্পনার তথ্য ফাঁস হওয়ার পর রিমের শেয়ারমূল্য কমে গেছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, রিমের সুদিন ফুরিয়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ এখন পড়তির দিকেই। তাই রিমের নতুন পণ্যটিকে অবশ্যই বাজারে জনপ্রিয়তা অর্জন করতে হবে। আর দ্রুত বাজারে পণ্য ছাড়তে না পারলে আরও ক্ষতির মুখে পড়বে প্রতিষ্ঠানটি। তবে রিমকে ভরসা দিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। তাঁর মতে, এখন প্রতিষ্ঠানটি যে পথে আছে তাতে সমস্যার কিছু নেই।’

No comments:

Post a Comment