Monday, July 30, 2012

স্মার্ট ফোনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
 স্মার্ট ফোনের সাহায্যে সড়ক দুর্ঘটনা এড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম)। সে লক্ষেই সম্প্রতি পিয়ার-টু-পিয়ার ৮০২.১১ প্রযুক্তির ওপর ভিত্তি করে জিএম তার নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ফলে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়ার হাত থেকে বাঁচতে স্মার্টফোনের সাহায্য নিতে পারবেন।
জেনারেল মোটরসের বক্তব্য অনুযায়ী ওয়াই-ফাই প্রযুক্তির ওপর ভিত্তি করে পুরো ব্যবস্থাটি দাঁড় করানো হয়েছে। ওয়াই-ফাই ডিরেক্ট একটি কম্পিউটার নেটওয়ার্কিং মান। এর উপস্থিতিতে ওয়াইফাই হটস্পট ছাড়াই স্মার্টফোনগুলো তথ্য আদান-প্রদান করতে পারে।
ওয়াইফাই অ্যালায়েন্সের মতে, এ প্রযুক্তি সর্বোচ্চ ৬৫৬ ফিট বা দুইটি ফুটবল মাঠের সমান দূরে অবস্থিত দুটো ডিভাইসের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম। এর মাধ্যমে ২০০ মিটার দূরে অবস্থিত কোনো বস্তুর অবস্থান সহজেই নির্ণয় করা সম্ভব হবে।
জিএমের গবেষকদের মতে, প্রযুক্তিটি অন্যান্য সেন্সরভিত্তিক বস্তু নির্ণয় করতে পারে। গাড়িগুলোর ভেতর আগে থেকেই ড্রাইভার অ্যালার্ট সিস্টেম রয়েছে। ফলে পথচারী বা সাইকেলচালকের সঙ্গে যদি ওয়াই-ফাই-সংবলিত স্মার্টফোন থাকে তাহলে সময়মতো গাড়িচালকরা সতর্ক হতে পারবেন।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির প্রথম আবিষ্কার হচ্ছে সাইড ভিউ মিরর। তবে এ ক্ষেত্রে বিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা জিএম অন্যান্য গাড়ি এবং ইলেকট্রনিক্স নির্মাতাদের উদ্ভাবিত থ্রিজি, ক্যামেরা অথবা রাডার প্রযুক্তি ব্যবহার না করে, করেছে ওয়াইফাই ডাইরেক্ট প্রযুক্তি। সড়কগুলো আরও বেশি জনবহুল হয়ে ওঠায় এ প্রযুক্তির নিয়ে নিরলস গবেষণা করছেন বিজ্ঞানীরা।
সূত্র : অনলাইন

No comments:

Post a Comment