Wednesday, July 25, 2012

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আইট্রিপলই সম্মেলন


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজন হতে যাচ্ছে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের ‘ফার্স্ট আইট্রিপলই বাংলাদেশ সেকশন স্টুডেন্ট/গোল্ড কংগ্রেস’। রুয়েট মিলনায়তনে ২০ সেপ্টেম্বর এ সম্মেলন শুরু হবে।

প্রযুক্তি সেমিনার, কর্মশালা ও গ্রুপভিত্তিক আলোচনার পাশাপাশি এতে থাকবে তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতাসহ কম্পিউটার গেইম ও প্রকল্প প্রতিযোগিতাও। এ আয়োজনে অংশ নিতে ৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। তিন দিনব্যাপী এ আয়োজনের নিবন্ধন ফি ছাত্র সদস্যের জন্য ৬০০ টাকা এবং গোল্ড সদস্যের জন্য ৮০০ টাকা। আগ্রহীরা www.ieeeruet.org/registration/ieee-bangladesh-section-student-congress/ ঠিকানা থেকে অনলাইনে নিবন্ধন করার সুযোগ পাবেন।

No comments:

Post a Comment