Sunday, July 8, 2012

অ্যাপল আনছে ‘আইগ্লাস’


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
চোখে পরা চশমাতেই ভিডিও দেখা যায়, এমন চশমা ২০১৩ সালের শুরুতেই বাজারে আনবে গুগল। গুগলের শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যাপল কি পরিধেয় নতুন কোনো প্রযুক্তি আনবে না? এ প্রশ্নটি যাঁদের মনে জেগেছে, তাঁরা অন্তত ডেইলি মেইলে প্রকাশিত একটি খবরে আশ্বস্ত হতে পারেন। জানা গেছে, অ্যাপলও তাঁদের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস চালিত প্রযুক্তি চশমা তৈরি করতে পারে। অর্থাত্ আইফোনে যেমন ভিডিও করা, ছবি তোলা, কল করা যায়, তেমনি আইফোন, আইপ্যাডের অনেক অ্যাপ্লিকেশন অ্যাপলের প্রযুক্তি চশমা বা আইগ্লাসে ব্যবহার করা যাবে। আইগ্লাস নাম হবে কি না বা এ বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি অ্যাপল কর্তৃপক্ষ। তবে অ্যাপলের চশমা প্রযুক্তিবিষয়ক একটি পেটেন্ট আইগ্লাস বাজারে আনার পক্ষে জোর দাবি করছে। ২০০৬ সালে গুগলের প্রযুক্তি চশমার মতো প্রযুক্তির একটি প্রযুক্তি চশমার পেটেন্ট আবেদন করে রেখেছে অ্যাপল। তাই শিগগিরই হয়তো আইগ্লাসে আলো পড়বে, এমনটাই আশা করছে প্রযুক্তি বিশ্ব।

2 comments: