Wednesday, July 25, 2012

অবতরণের শেষ পর্যায়ে সোলার প্লেন


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

জুন মাসে স্পেনের মাদ্রিদ থেকে আফ্রিকার মরক্কোয় উড়ে গিয়ে পৃথিবীর ইতিহাসে আন্তমহাদেশীয় ফ্লাইট সম্পন্ন করা প্রথম সোলার প্লেন হিসেবে নাম লিখিয়ে নিয়েছিলো সোলার ইমপালস। তবে আদতে তা ছিলো ৬ হাজার কিলোমিটারের যাত্রার অংশ মাত্র।
মঙ্গলবার সুইজারল্যান্ডের পেয়ার্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার ইমপালস।
সেখানে পৌঁছালেই শেষ হবে প্লেনটির দীর্ঘ যাত্রা। খবর গিজম্যাগ-এর।
ফ্রান্সের টুলুস ফ্র্যাঙ্কাজাল এয়ারপোর্ট থেকে ভোর ৫টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোলার প্লেনটি।
টপকে যাবে আল্পস পর্বতমালা। মাটি থেকে প্রায় ১২০০০ ফিট উপর দিয়ে উড়ে যাবে প্লেনটি। আর সবকিছু পরিকল্পনা মেতাবেক হলে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ডে অবতরণ করবে সন্ধা ৬টার পর।
২৪ মে তারিখে সুইজারল্যান্ডের পেয়ার্ন এয়ারফিল্ড থেকেই আন্তমহাদেশীয় যাত্রা শুরু করেছিলো সোলার ইমপালস।
পুরো ৬ হাজার কিলোমিটারের যাত্রাপথকে ভাগ করা হয়েছিলো কম-বেশি ৮শ’ কিলোমিটারের ৮টি ভাগে। যাত্রাপথে ৪টি দেশে অবতরণ করেছিল সোলার ইমপালস।

No comments:

Post a Comment