Saturday, July 21, 2012

অপরাধ নির্মূলের পরিকল্পনায় গুগল


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
সারা বিশ্বে মাদক ও অর্থ চোরাচালান, মানবপাচারসহ অন্যান্য অপরাধ কমাতে প্রযুক্তি তৈরি ও তা ব্যবহারের পরিকল্পনা করছে গুগল। গুগল সার্চকে কাজে লাগিয়ে অপরাধ নির্মূলের পরিকল্পনায় গুগলের সঙ্গে রয়েছে কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) নামের একটি আন্তর্জাতিক সংস্থা। এক খবরে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।
কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্থাটি স্বাধীন, নির্দলীয়, তথ্য-গবেষণা ও প্রকাশনা বিষয়ক একটি সংস্থা। ব্রায়ান উইলিয়াম, ফরিদ জাকারিয়া, অ্যাঞ্জেলিনা জোলি, চাক হ্যাগেল, এরিন বার্নেটের মত ব্যক্তিরা এ সংস্থার সদস্য।
গুগলের পরিকল্পনাবিদ ও সিএফআর কর্মকর্তারা ১৭ ও ১৮ জুলাই ক্যালিফোর্নিয়ার অপরাধ নির্মূলের বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
গুগল কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধীরা অনলাইনে তঁাদের পরিকল্পনা নিয়ে কাজ করে। গুগলের পরিকল্পনাবিদরা সিএফআর সংস্থার সঙ্গে একজোট হয়ে এ ধরনের অপরাধ নির্মূলে প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন।
জাতিসংঘের বিশেষ উপদষ্টো ও ভারতের শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মকর্তা রানি হং জানিয়েছেন, `অপরাধ নির্মূলে কাজ করার জন্য গুগল বর্তমানে গুরুদায়িত্ব নিতে পারে। কারণ- গুগলের রয়েছে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং সমস্যা সমাধানের সামর্থয।’
ক্যালিফোর্নিয়ায় আয়োজিত গুগলের এ সম্মেলনে ভারতের রানি হং ছাড়াও অংশ নিচ্ছেন লাইবেরিয়া থেকে কিমি উইকস, কলাম্বিয়া থেকে জুয়ান পাবলো এসকাবর, যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রু ওয়েবার ও ব্রায়ান ডড। এ সম্মেলনে মোট ১২ জনেরও বেশি কর্মকর্তা অংশ নিচ্ছেন।
সিএফআর কর্মকর্তা স্টুয়ার্ট প্যাট্রিক জানিয়েছেন, গুগলের ব্যবসার সঙ্গে অপরাধ নির্মূলের বিষয়টি না মিলতেও পারে। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে শিশু পাচার, ড্রাগ ও অর্থ চোরা চালান-কারী-সহ অপরাধ সংক্রান্ত কাজে লাগতে পারে এমন অনেক প্রযুক্তি রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং এ ধরনের কাজে যারা নিয়োজিত তাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।’
যুক্তরাষ্ট্রের পোমোনা কলেজের নৃতত্ত্বের সহকারী অধ্যাপক পারদিস মাধবী এ প্রসঙ্গে জানিয়েছেন, আমরা জানি অপরাধীরাও ইন্টারনেট ব্যবহার করে। আমাদের বক্তব্য হচ্ছে- ইন্টারনেটই অপরাধ কমাতে পারে ও অপরাধ নির্মূলে যারা কাজ করছে তাদের সাহায্য করতে পারে।’

No comments:

Post a Comment