আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই এবারে ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে। ‘হুন্দাই ট্যাব’ নামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এই ট্যাবলেট প্রথমত রাশিয়ার বাজারে উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। হুন্দাইয়ের কর্মকর্তার বরাতে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এক খবরে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়ার বাজারে আসবে হুন্দাই ট্যাব।
হুন্দাইয়ের ট্যাবলেট কম্পিউটারের মধ্যে দুটি হবে সাত ইঞ্চি পর্দার। একটি হবে ৯ দশমিক ৭ ইঞ্চি ও অন্যটি হবে ১০ দশমিক ১ ইঞ্চি মাপের। ট্যাবলেটে সুবিধা হিসেবে থাকবে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই ও ব্লুটুথ।
হুন্দাই ট্যাবলেটের দাম হতে পারে ২১৫ ডলারের কাছাকাছি।
জানা গেছে, চীনের পাশাপাশি রাশিয়ার ট্যাবলেট তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে হুন্দাই।
হুন্দাইয়ের ট্যাবলেট কম্পিউটারের মধ্যে দুটি হবে সাত ইঞ্চি পর্দার। একটি হবে ৯ দশমিক ৭ ইঞ্চি ও অন্যটি হবে ১০ দশমিক ১ ইঞ্চি মাপের। ট্যাবলেটে সুবিধা হিসেবে থাকবে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই ও ব্লুটুথ।
হুন্দাই ট্যাবলেটের দাম হতে পারে ২১৫ ডলারের কাছাকাছি।
জানা গেছে, চীনের পাশাপাশি রাশিয়ার ট্যাবলেট তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে হুন্দাই।
No comments:
Post a Comment