Friday, February 15, 2013

পাঁচ বছরের জন্য মহাকাশে নাসার নতুন স্যাটেলাইট


আইসিটি ওয়ার্ল্ড নিউজ :

মহাকাশ থেকে ভূপ্রকৃতি, সমুদ্রতীরবর্তী অঞ্চল ও প্রবালপ্রাচীরের ছবি তোলার উপযোগী করে নতুন স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। নাসার ব্যবস্থাপক চার্লস বল্ডেন বলেন, ল্যান্ডস্যাট এইট পৃথিবীর জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে নগর পরিকল্পনাসহ অন্যান্য গবেষণায় সহায়তা করবে।মহাকাশে নতুন একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, ল্যান্ডস্যাট ডেটা কনটিনিউটি মিশন (ল্যান্ডস্যাট এইট) নামের ওই স্যাটেলাইট ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমানঘাঁটি থেকে গত সোমবার যাত্রা করে।
একটি অ্যাটলাস রকেটে সংযুক্ত করে ল্যান্ডস্যাট এইট উৎক্ষেপণ করা হয়। ওই রকেট থেকে এক ঘণ্টা ২০ মিনিট পর স্যাটেলাইটটি বিচ্ছিন্ন হয়। এটি কক্ষপথের ৭০৫ কিলোমিটার ওপরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দুই মাস সময় নেবে। এটি পৃথিবীকে প্রতিদিন ১৪ বার প্রদক্ষিণ করবে। ধারণা করা হচ্ছে, ল্যান্ডসেট এইটের পাঠানো তথ্য আগামী ১০০ দিনের মধ্যেই সরবরাহ করা সম্ভব হবে। স্যাটেলাইটটি কমপক্ষে পাঁচ বছর মহাকাশে অবস্থান করবে।
১৯৭২ সাল থেকে স্যাটেলাইটের ব্যবহার শুরু হয়। এএফপি।

No comments:

Post a Comment