Monday, February 11, 2013

শাহবাগ থেকে দেশব্যাপী ৩ মিনিট নীরবতা পালনের আহ্বান


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান এইচ সরকার।নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত সারাদেশের প্রতিটি মানুষকে কর্মবিরতি পালন করার আহ্বান করা হয়।আন্দোলন মঞ্চ থেকে আহ্বান করা হয়, যে যেখানে থাকবেন সেখানেই এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করবেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, আইন আদালতের সবাই এ ৩ মিনিট কর্মবিরতি পালন করবেন।
http://www.ictworldnews24.com/শাহবাগ-থেকে-দেশব্যাপী-৩-ম/
উপস্থিত সুধীকে সাবধান করে দিয়ে ইমরান এইচ সরকার বলেন, “আমাদের এ আন্দোলনকে বিভ্রান্ত করতে কিছু অনলাইন অ্যাকটিভিটিস্ট ও ব্লগার পত্রিকা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে আমরা এ তীব্র নিন্দা জানাই। আমরা ঐ সকল বিভ্রান্তি প্রচারকারীকে সাবধান করছি। আপনারা অপপ্রচার বন্ধ করুন। না হলে আমরা আপনাদের অবাঞ্চিত করতে বাধ্য হব। আমাদের আন্দোলন আজ শুধু শাহবাগ নয়, দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।”
আন্দোলন সম্পর্কে তিনি আরো বলেন, “আমাদের আন্দোলন যেভাবে চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত সেভাবেই চলবে।”

No comments:

Post a Comment