Friday, February 15, 2013

শাহবাগ থেকে দেশব্যাপী তিন মিনিট দাঁড়িয়ে সমগ্র জাতির সংহতি প্রকাশ


আইসিটি ওয়ার্ল্ড নিউজ :


কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে সারা দেশ। শাহবাগের আন্দোলনকারীদের ডাকে একাত্মতা পোষণ করে সর্বস্তরের মানুষ বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত যে যাঁর অবস্থানে থেকে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
প্রজন্ম চত্বরের কাউন্ট ডাউনের মাধ্যমে ঠিক ৪টায় সমগ্র জাতি দাঁড়িয়ে যান। অভূতপূর্ব সাড়া দিয়ে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে তিন মিনিটের স্তব্ধতা কর্মসূচি পালন করেছে সারাদেশ। গতকাল সোমবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে ব্লগার ইমরান এইচ সরকার এ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সব বয়সের, সব শ্রেণী-পেশার মানুষ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন মিনিট নীরবতা পালন করেন।আজ মঙ্গলবার বিকাল ঠিক ৪টায় এই কর্মসূচি শুরু হয়, তা চলে ৪টা তিন পর্যন্ত। আন্দোলনের কেন্দ্র শাহবাগে এই কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ।
শুধু শাহবাগ নয়,রূপসী বাংলার হোটেলের সামনে থেকে শুরু করে শাহবাগ, টিএসসির চত্বর ও এর আশেপাশের সব এলাকায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে পড়েন তিন মিনিটের জন্য।যারা রাস্তায় ছিলেন, তারা সেখানেই পথ চলা থামিয়ে দাঁড়িয়ে যান। আর এভাবে তিন মিনিটের জন্য স্তদ্ধ হয়ে যায় পুরো দেশ। তিন মিনিটের জন্য জেগে ওঠে দেশের কোটি কোটি মানুষ।
সময় যত গড়াচ্ছে, শাহবাগের প্রজন্ম চত্বরে লোকসমাগম তত বাড়ছে। চলছে প্রতিবাদী তারুণ্যের প্রতিবাদ। সকাল থেকেই নানা শ্রেণী-পেশার মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। যোগ দিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

No comments:

Post a Comment