Friday, February 15, 2013

শাহবাগে বিশ্ব ভালোবাসা দিবসে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ মোমের আলো জ্বালিয়ে সংহতি জানালো


আইসিটি ওয়ার্ল্ড নিউজ :

হুমায়ূন কবীর 
শাহবাগে বিশ্ব ভালোবাসা দিবসে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ মোমের আলো জ্বালিয়ে সংহতি জানালো। শাহবাগের আন্দোলনের দশম দিন আজ। আজ বিশ্ব ভালোবাসা দিবস। এবারের আগুনঝরা ফাগুনের এ ভালোবাসা সবাই ঢেলে দিচ্ছেন জাতির জন্য, গোটা দেশের জন্য। সে ভালোবাসার টানে আজও সকাল থেকে প্রজন্ম চত্বরের দিকে দুর্বার বেগে ছুটে চলেছে জনস্রোত। প্রায় সাড়ে ৩ লাখ মানুষ হাতে হাতে মোমের আলো জ্বালিয়ে সংহতি জানানো হলো শাহবাগের প্রজন্ম চত্বরে। এতে যোগ দেয় সারা দেশের কোটি জনতা।
 বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশে মোমবাতি জ্বালানো হয়। দেশের প্রতিটি প্রান্তের মানুষ যে যেখানে ছিলেন, সেখান থেকে একটি করে মোমবাতি জ্বেলে শাহবাগের আন্দোলনের প্রতি তাঁদের একাত্মতা জানিয়েছেন।
রাজধানীর সব এলাকাসহ সারা দেশে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদী জনতা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় গগনবিদারী স্লোগানে মুখরিত হয় পুরো দেশ। আগামীকাল শুক্রবার বেলা ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে আবারো মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment