প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে – এই মন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ২৪। দেখতে দেখতে পূর্ণ হলো একটি বছর সেই যাত্রার।
প্রথম বছর পূর্তির শুভলগ্নে আমাদের প্রিয় পাঠক, লেখক, এবং
পত্রিকাসংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সবার অকুণ্ঠ সহযোগিতায়
মসৃণ হয়েছে আমাদের পথচলা। সবার ভালোবাসায় আমরা সমৃদ্ধ হয়েছি। নিশ্চয়
আইসিটি ওয়ার্ল্ড নিউজ২৪ এর প্রতি এই সহযোগিতা এবং ভালোবাসা অক্ষুন্ন থাকবে
সবার, আমাদের এগিয়ে চলার পথ আরো মসৃণ হবে।
পথচলার শুরু থেকেই আমরা চেষ্টা করেছি তথ্য-প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে উপস্থাপন করতে।
http://www.ictworldnews24.com/দ্বিতীয়-বছরে-আইসিটি-ওয়/
বর্তমানে আমাদের দেশে অনলাইন একটি পত্রিকা জনপ্রিয় করা কতোটা কঠিন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ আমাদের দেশে অনলাইন পাঠক খুবই সামান্য। অনলাইন পত্রিকায় প্রতিঘন্টাই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়; দিতে হয় পরীক্ষা।
আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। হাজার রকমের জনদুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই আইনের প্রকৃত শাসন, সুশৃঙ্খল বাংলাদেশ। বাংলাদেশে যেন আর কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনা, গুম- অপহরণ আতঙ্কে যেন না ভুগতে হয় কাউকে। মুক্তিপণ দিয়ে যেন সন্তানকে ফিরিয়ে আনতে না হয় কোনো পিতাকে। চাপাতির কোপে আর যেন প্রাণ দিতে না হয় নিরীহ কাউকে। গার্মেন্ট ফ্যাক্টরির আগুনে যেন আর একটিও প্রাণ কখনো না যায়, ফ্লাইওভারের গার্ডার যেন আর ভেঙে না পড়ে। আমরা নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই। খাদ্যের বিষক্রিয়ায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে চাই না। আমরা যানজটমুক্ত রাজধানী চাই, সড়ক দুর্ঘটনামুক্ত দেশ চাই। মানুষের কল্যাণই দেশের কল্যাণ।
বাংলাদেশ অতি সম্ভাবনার একটি দেশ। স্বাধীনতার পর থেকে হাজারো সমস্যায় জর্জরিত থাকার পরও দেশ এগিয়েছে অনেক। কৃষি এবং শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে যোগাযোগক্ষেত্রে। পোশাকক্ষেত্রে উন্নতি, টেলিযোগাযোগক্ষেত্রে উন্নতি, সাধারণ মানুষের জীবনের মানে উন্নতি, এ রকম বহু অর্জন আমাদের। এই সব দিক বিবেচনা করলে বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া দেশ নয়।
আর এ জন্য প্রয়োজন তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার। সব মাধ্যমে আনতে হবে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার।
প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে এস্লোগান ধারণ করে ২০১২ সালের ২৬ ফেব্র“য়ারি অনেকটা অনাড়ম্বরেই অনলাইনে আসে আইসিটি ওয়ার্ল্ড নিউজ ২৪। অনলাইনে আসে মাত্র তিন মাসের মধ্যেই পত্রিকাটির পাঠক সংখ্যা হাজার হাজার ছাড়িয়ে যায়, যা বাংলাদেশের অনলাইন জগতে বিরল ঘটনা। যাত্রার পর থেকেই পত্রিকাটির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এটি এখন দেশের বিদেশে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় অনলাইন পত্রিকা ।
দেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী ধেশ হিসাবে উপস্থাপন করতে হলে প্রযুক্তির কোন বিকল্প নাই, এটা গভীরভাবে উপলব্ধি করেই পথ চলছি আমরা। পাঠকসহ সংশি¬ষ্ট সবাইকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করে আরও বলিষ্ঠতার সঙ্গে এগিয়ে যাবে আইসিটি ওয়ার্ল্ড নিউজ ২৪ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার।
পথচলার শুরু থেকেই আমরা চেষ্টা করেছি তথ্য-প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে উপস্থাপন করতে।
http://www.ictworldnews24.com/দ্বিতীয়-বছরে-আইসিটি-ওয়/
বর্তমানে আমাদের দেশে অনলাইন একটি পত্রিকা জনপ্রিয় করা কতোটা কঠিন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ আমাদের দেশে অনলাইন পাঠক খুবই সামান্য। অনলাইন পত্রিকায় প্রতিঘন্টাই পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হয়; দিতে হয় পরীক্ষা।
আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। হাজার রকমের জনদুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই আইনের প্রকৃত শাসন, সুশৃঙ্খল বাংলাদেশ। বাংলাদেশে যেন আর কখনো হত্যাকাণ্ডের মতো ঘটনা, গুম- অপহরণ আতঙ্কে যেন না ভুগতে হয় কাউকে। মুক্তিপণ দিয়ে যেন সন্তানকে ফিরিয়ে আনতে না হয় কোনো পিতাকে। চাপাতির কোপে আর যেন প্রাণ দিতে না হয় নিরীহ কাউকে। গার্মেন্ট ফ্যাক্টরির আগুনে যেন আর একটিও প্রাণ কখনো না যায়, ফ্লাইওভারের গার্ডার যেন আর ভেঙে না পড়ে। আমরা নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই। খাদ্যের বিষক্রিয়ায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে চাই না। আমরা যানজটমুক্ত রাজধানী চাই, সড়ক দুর্ঘটনামুক্ত দেশ চাই। মানুষের কল্যাণই দেশের কল্যাণ।
বাংলাদেশ অতি সম্ভাবনার একটি দেশ। স্বাধীনতার পর থেকে হাজারো সমস্যায় জর্জরিত থাকার পরও দেশ এগিয়েছে অনেক। কৃষি এবং শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে যোগাযোগক্ষেত্রে। পোশাকক্ষেত্রে উন্নতি, টেলিযোগাযোগক্ষেত্রে উন্নতি, সাধারণ মানুষের জীবনের মানে উন্নতি, এ রকম বহু অর্জন আমাদের। এই সব দিক বিবেচনা করলে বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া দেশ নয়।
আর এ জন্য প্রয়োজন তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার। সব মাধ্যমে আনতে হবে অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার।
প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে এস্লোগান ধারণ করে ২০১২ সালের ২৬ ফেব্র“য়ারি অনেকটা অনাড়ম্বরেই অনলাইনে আসে আইসিটি ওয়ার্ল্ড নিউজ ২৪। অনলাইনে আসে মাত্র তিন মাসের মধ্যেই পত্রিকাটির পাঠক সংখ্যা হাজার হাজার ছাড়িয়ে যায়, যা বাংলাদেশের অনলাইন জগতে বিরল ঘটনা। যাত্রার পর থেকেই পত্রিকাটির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এটি এখন দেশের বিদেশে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় অনলাইন পত্রিকা ।
দেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী ধেশ হিসাবে উপস্থাপন করতে হলে প্রযুক্তির কোন বিকল্প নাই, এটা গভীরভাবে উপলব্ধি করেই পথ চলছি আমরা। পাঠকসহ সংশি¬ষ্ট সবাইকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করে আরও বলিষ্ঠতার সঙ্গে এগিয়ে যাবে আইসিটি ওয়ার্ল্ড নিউজ ২৪ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার।