আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
একেবারেই হালকা ও পাতলা গড়নের লাইফবুক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। তৃতীয় প্রজন্মের জাপানি ফুজিৎসু ইউএইচ ৫৭২ মডেলের লাইফবুকটি ডিসপ্লের আকার ১৩ দশমিক ৩ ইঞ্চি।
এতে রয়েছে ১.৭ থেকে ২.৬ গিগাহার্জ গতির ইন্টেল তৃতীয় প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর, ৪০০০ এইচডি গ্রাফিক্স, ৪জিবি ডিডিআরথ্রি রম, ৫০০জিবি হার্ডডিস্ক ও ৩২জিবি আইএসএসডি স্টোরেজ ছাড়াও বহনযোগ্য পিসির সবধরনের সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮ প্রফেশনাল।
http://www.ictworldnews24.com/হালকা-ও-পাতলা-লাইফবুক-দেশ/
মাত্র দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। মূল্যসংবেদনশীলতা এবং গঠনগত দিকদিয়ে বাজারে প্রচলিত আল্ট্রাবুক থেকে ফুজিৎসু ইউএইচ ৫৭২ লাইফবুককে এগিয়ে থাকার স্বীকৃতি দিয়েছে নোটবুক চেক।
রিভিউ ভিত্তিক এই অনলাইন পোর্টালটির মতে, ম্যাগনেশিয়ামের তৈরি অবয়বের সিলভার রঙের এই লাইফবুকটি যে কারও দৃষ্টি কাড়বে। এর প্রতিটি প্রান্ত, ‘টাচপ্যাড’ ও ‘কি’ দারুণ মসৃণ ও একই সাথে টেকসই। ইউএসবি পোর্ট দিয়ে ল্যান সংযোগ, ৪.০ ব্লু-টুথের মাধ্যমে ইন্টারনেট সার্ফিং এবং তারহীন সংযোগ সমর্থিত যে কোনো মনিটরে লাইফবুকের ভিডিও সরাসরি সম্প্রচার করার সুবিধাটি ফুজিৎসু ইউএইচ ৫৭২ লাইফবুকটিকে এগিয়ে দিয়েছে সমগোত্রীয়দের চেয়ে। ৯৩ হাজার ৫০০ টাকা মূল্যের এই লাইফবুকটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
এতে রয়েছে ১.৭ থেকে ২.৬ গিগাহার্জ গতির ইন্টেল তৃতীয় প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর, ৪০০০ এইচডি গ্রাফিক্স, ৪জিবি ডিডিআরথ্রি রম, ৫০০জিবি হার্ডডিস্ক ও ৩২জিবি আইএসএসডি স্টোরেজ ছাড়াও বহনযোগ্য পিসির সবধরনের সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮ প্রফেশনাল।
http://www.ictworldnews24.com/হালকা-ও-পাতলা-লাইফবুক-দেশ/
মাত্র দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। মূল্যসংবেদনশীলতা এবং গঠনগত দিকদিয়ে বাজারে প্রচলিত আল্ট্রাবুক থেকে ফুজিৎসু ইউএইচ ৫৭২ লাইফবুককে এগিয়ে থাকার স্বীকৃতি দিয়েছে নোটবুক চেক।
রিভিউ ভিত্তিক এই অনলাইন পোর্টালটির মতে, ম্যাগনেশিয়ামের তৈরি অবয়বের সিলভার রঙের এই লাইফবুকটি যে কারও দৃষ্টি কাড়বে। এর প্রতিটি প্রান্ত, ‘টাচপ্যাড’ ও ‘কি’ দারুণ মসৃণ ও একই সাথে টেকসই। ইউএসবি পোর্ট দিয়ে ল্যান সংযোগ, ৪.০ ব্লু-টুথের মাধ্যমে ইন্টারনেট সার্ফিং এবং তারহীন সংযোগ সমর্থিত যে কোনো মনিটরে লাইফবুকের ভিডিও সরাসরি সম্প্রচার করার সুবিধাটি ফুজিৎসু ইউএইচ ৫৭২ লাইফবুকটিকে এগিয়ে দিয়েছে সমগোত্রীয়দের চেয়ে। ৯৩ হাজার ৫০০ টাকা মূল্যের এই লাইফবুকটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
No comments:
Post a Comment