Monday, May 13, 2013

এইচপি প্রোবুক ৪০০ সিরিজের পাঁচটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
  গত ৫ মে সোমবার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড বা এইচপি প্রোবুক ৪০০ সিরিজের পাঁচটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে । এক প্রতিবেদনে জানিয়েছে পিসিওয়ার্ল্ড জুন মাস থেকে বিভিন্ন দেশের বাজারে আসবে এইচপির প্রোবুকের নতুন http://www.ictworldnews24.com/এইচপি-প্রোবুক-৪০০-সিরিজে/
সিরিজের ল্যাপটপগুলো। এইচপির তৈরি উইন্ডোজনির্ভর নতুন পাঁচটির মধ্যে একটি হচ্ছে ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ল্যাপটপ।
প্রোবুক সিরিজের নতুন ল্যাপটপগুলো যথেষ্ট হালকা-পাতলা হবে। এই ল্যাপটপগুলোর মাপ ১৩ দশমিক ৩ ইঞ্চি থেকে ১৭ দশমিক ৩ ইঞ্চির মধ্যে। এইচপি জানিয়েছে, ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ছাড়াও এ সিরিজে যুক্ত হয়েছে ১৩ দশমিক
৩ ইঞ্চি মাপের প্রোবুক ৪৩০ মডেল, ১৪ ইঞ্চি মাপের প্রোবুক ৪৪০ ও প্রোবুক ৪৪৫ মডেল, ১৫ ইঞ্চি মাপের প্রোবুক ৪৫৫ ও ১৭ দশমিক ৩ ইঞ্চি মাপের ৪৭০ মডেল। প্রোবুকের নতুন সিরিজের ল্যাপটপগুলোতে আট ঘণ্টারও বেশি সময় চার্জ থাকবে বলে এইচপি দাবি করেছে। এ ছাড়া এতে থাকবে ইনটেলে ও এএমডির তৈরি দ্রুতগতির প্রসেসর। ল্যাপটপের দাম শুরু হবে ৪৯৯ মার্কিন ডলার থেকে।

No comments:

Post a Comment