Monday, May 13, 2013

আসুসের নতুন ডুয়াল স্ক্রীনের আল্ট্রাবুক


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

দেশের বাজারে এলো বিশ্বখ্যাত আসুসের টাইচি২১ মডেলের ডুয়াল স্ক্রীনের আল্ট্রাবুক। নোটবুক এবং ট্যাবলেট পিসির সংমিশ্রণের এই আল্ট্রাবুকটিতে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ ১১.৬ ইঞ্চির ডুয়াল ডিসপ্লে, যার সামনের ডিসপ্লেটি নন-টাচ্ আইপিএস প্রযুক্তির এবং অপর পাশের ডিসপ্লেটি মাল্টি-টাচ্ স্ক্রিণের।
http://www.ictworldnews24.com/দেশের-বাজারে-আসুসের-নতুন/
এটিকে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রীন এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডিসপ্লের কপাটটি খুলে বা বন্ধ করে একে এককভাবে পূর্ণাঙ্গ নোটবুক বা ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। মিরর মোডে দু’পাশের ডিসপ্লেতে একই চিত্র প্রদর্শিত এবং একই এ্যাপ্লিকেশন চালিত হয়, তাই প্রজেক্টরের মতো প্রেজেন্টেশন বা মুভি সকলে মিলে বিভিন্ন অবস্থানে বসে একই সাথে উপভোগ করা যায়। ডিসপ্লেটির ভিউয়িং এ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রী হওয়ায় কোন অসুবিধা হয় না। ডুয়াল স্ক্রীন মোডে দু’পাশে দুই জন ব্যবহারকারী একটিকে নোটবুক এবং অপরটিকে ট্যাবলেট পিসি হিসেবে একই সাথে আলাদা আলাদা এ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। এতে আরো রয়েছে ১.৭ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি র্যা ম, ১২৮ জিবি এসএসডি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিক্স, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরী কার্ড রিডার, ভিজিএ পোর্ট, মাইক্রো এইচডিএমআই পোর্ট প্রভৃতি।
এটিকে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রিণ এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডিসপ্লের কপাটটি খুলে বা বন্ধ করে একে এককভাবে পূর্ণাঙ্গ নোটবুক বা ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। মিরর মোডে দু’পাশের ডিসপ্লেতে একই চিত্র প্রদর্শিত এবং একই এ্যাপ্লিকেশন চালিত হয়, তাই প্রজেক্টরের মতো প্রেজেন্টেশন বা মুভি সকলে মিলে বিভিন্ন অবস্থানে বসে একই সাথে উপভোগ করা যায়। আর এই আকর্ষণীয় আল্ট্রাবুকটি দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড এবং আল্ট্রাবুকটির মূল্য রাখা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫হাজার টাকা।

No comments:

Post a Comment