Monday, May 13, 2013

তৈরি হলো রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বানিয়েছেন নতুন এক রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি, যা উড়তে পারে আসল মাছির মতোই।
http://www.ictworldnews24.com/উড়ছে-রোবট-মাছি/
বিজ্ঞানীদের দলনেতা ড. কেভিন মা দাবি করেছেন, উড়তে সক্ষম রোবটগুলোর মধ্যে তাদের বানানো রোবটটিই সবচেয়ে ছোট।

আসল মাছির মতই প্রতি সেকেন্ডে প্রায় ১২০ বার ডানা ঝাপটাতে পারে রোবো-ফ্লাই। নমনীয় ডানাগুলো বানাতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন বিশেষ ধরনের ‘পিয়েজোইলেকট্রিক’ উপাদান। বিদ্যুৎ প্রবাহিত হলেই বারবার সংকুচিত ও প্রসারিত হয় ওই উপাদানটি। বারবার বিদ্যুৎ তরঙ্গ প্রবাহ বন্ধ ও চালু করার মাধ্যমে রোবো-ফ্লাইয়ের ডানা ঝাপটানোর গতি বাড়াতে সক্ষম হন বিজ্ঞানীরা।
মাছির মত পোকাগুলো ঠিক কিভাবে উড়ে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতেই রোবটটি বানানো হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর উদ্ধারকাজেও এই রোবো-ফ্লাই ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন তারা।
রোবটিক্স নিয়ে গবেষণায় আরো একধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা।
কার্বন ফাইবার দিয়ে যান্ত্রিক মাছিটি বানিয়েছেন বিজ্ঞানীরা। রোবো-ফ্লাইয়ের ডানায় উড়ার শক্তি যোগায় শক্তিশালী ‘ইলেকট্রনিক মাসল’। আসল মাছির মতো দ্রুতগতির রোবো-ফ্লাই, সংকীর্ণ জায়গা দিয়ে একেবেঁকে উড়ে যাওয়া বা আক্রমণকারীকে ফাঁকি দেয়ার মত সবই করতে পারে এটি।

No comments:

Post a Comment