Monday, May 13, 2013

২৫ থেকে ৩০ লাখ প্লাস্টিক আইফোন বানাবে অ্যাপল




আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

আইফোন ফাইভএস-এর পাশাপাশি প্লাস্টিক আইফোন বাজারে ছাড়বে অ্যাপল,এমন গুজব রটেছে বেশ কিছুদিন ধরে। সীমিত সংখ্যক নতুন কোনো ডিভাইস লঞ্চ করার ঘটনা অ্যাপলের ইতিহাসে নতুন নয়। প্লাস্টিক আইফোনের প্রোটোটাইপ দাবি করে বেশকিছু ছবিও পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইটে।
এবার প্রযুক্তিবিষয়ক সংবাদপত্র ডিজিটাইমের বরাত দিয়ে বিজিআর জানিয়েছে,ব্যাপকহারে নয় বরং সীমিত সংখ্যক প্লাস্টিকের আইফোন বানাবে তারা।http://www.ictworldnews24.com/২৫-থেকে-৩০-লাখ-প্লাস্টিক-আ/
ডিজিটাইমের প্রতিবেদন অনুযায়ী, ২৫ থেকে ৩০ লাখ প্লাস্টিক আইফোন বানাবে অ্যাপল। কমদামের স্মার্টফোন বাজার যাচাই করে দেখতেই অ্যাপল প্লাস্টিক আইফোন বানাচ্ছে, এমনটাই বলা হয়েছে ওই প্রতিবেদনে। স্মার্টফোনটির দাম হতে পারে আনুমানিক ৩৫০ ডলার। 

No comments:

Post a Comment