আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তার কারণে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে বোমা শনাক্তকারী রোবট ব্যবহার করা হবে। নিরাপত্তা এবং দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে অলিম্পিক এবং বিশ্বকাপ ফুটবলে সবসময়ই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আইরোবট ৫১০ মডেলের এই রোবট বিস্ফোরকসহ মানুষকে সহজেই শনাক্ত করতে সক্ষম হবে।রোবটটিতে থাকবে রিমোট কন্ট্রোল সুবিধাসহ একাধিক হাই-রেজুলিউশন ক্যামেরা, যা দূরবর্তী স্থানে থাকতেই দ্রুত বিস্ফোরক এবং বিস্ফোরকসহ মানুষকে স্ক্যান করে শনাক্ত করবে। ইতিমধ্যে ব্রাজিল সরকার এ লক্ষ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সে দেশের পুলিশ ৭২ লাখ ডলার ব্যয় করবে। ব্রাজিলের রিও ডি জেনিরো অপরাধপ্রবণ অঞ্চল হওয়ায় সে দেশের পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সরঞ্জাম কিনছে। এছাড়া আরও সচেতনতার অংশ হিসেবে পুলিশ ফেস-স্ক্যানিং গ্লাস পরবে।