Friday, May 24, 2013

ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে বোমা শনাক্তকারী রোবট ব্যবহার করা হবে


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তার কারণে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে বোমা শনাক্তকারী রোবট ব্যবহার করা হবে। নিরাপত্তা এবং দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে অলিম্পিক এবং বিশ্বকাপ ফুটবলে সবসময়ই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আইরোবট ৫১০ মডেলের এই রোবট বিস্ফোরকসহ মানুষকে সহজেই শনাক্ত করতে সক্ষম হবে।রোবটটিতে থাকবে রিমোট কন্ট্রোল সুবিধাসহ একাধিক হাই-রেজুলিউশন ক্যামেরা, যা দূরবর্তী স্থানে থাকতেই দ্রুত বিস্ফোরক এবং বিস্ফোরকসহ মানুষকে স্ক্যান করে শনাক্ত করবে। ইতিমধ্যে ব্রাজিল সরকার এ লক্ষ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সে দেশের পুলিশ ৭২ লাখ ডলার ব্যয় করবে। ব্রাজিলের রিও ডি জেনিরো অপরাধপ্রবণ অঞ্চল হওয়ায় সে দেশের পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন সরঞ্জাম কিনছে। এছাড়া আরও সচেতনতার অংশ হিসেবে পুলিশ ফেস-স্ক্যানিং গ্লাস পরবে।

জিমেইলের মাধ্যমে হবে অর্থ লেনদেন


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

জিমেইলের মাধ্যমে হবে অর্থ লেনদেন সম্প্রতি গুগল এমনই একটি ঘোষণা দিয়েছে। গুগল এবার তাদের জিমেইল সেবায় অর্থ প্রেরণের সুবিধাটি চালু করেছে অর্থাৎ এখন থেকে জিমেইল থেকে প্রেরক তার প্রাপককে খুব সহজেই টাকা পাঠাতে পারবে। গুগল ওয়ালেটের কথা আমরা অনেকেই জানি। এটি হচ্ছে লেনদেনের জন্য ব্যবহূত গুগলের একটি সেবা। এর মাধ্যমে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা তাদের যেকোনো লেনদেনের জন্য বিল পরিশোধ করতে পারে। ২০১১ সালে গুগলের এই সেবা যাত্রা শুরু করেছিল। গুগল দাবি করেছে, সব ধরনের লেনদেন নিরাপদ সার্ভারে সংরক্ষিত থাকবে। এ ছাড়া লেনদেনের ক্ষেত্রে অবৈধ কার্যকলাপের দিকেও গভীরভাবে লক্ষ রাখা হবে। অন্যদিকে গুগল ওয়ালেটে ক্রয়ের নিরাপত্তাও শতভাগ। গুগল ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকায় এটি ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশ আলোড়ন তুলবে বলে গুগল আশা করছে।
গুগলের জিমেইলে এই সুবিধার জন্য অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে একটি ডলার-সাইন আইকন। এটি ক্লিক করে আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে অর্থ আদান-প্রদান করতে পারবেন। এতে প্রাপকের একটি জিমেইল ঠিকানা থাকবে এবং এর ফলে সে সহজেই টাকা গ্রহণ করতে পারবে।
প্রতিটি লেনদেনের জন্য ফি হিসেবে ২ দশমিক ৯ শতাংশ এবং সর্বনিম্ন শূন্য দশমিক ৩০ ডলার ফি দিতে হবে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে আপনি এই ফি পরিশোধ করতে পারবেন।

Monday, May 13, 2013

আমাজন স্মার্টফোনে আনছে হলোগ্রাফিক প্রযুক্তি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, থ্রিডি প্রযুক্তির দুইটি মডেলের স্মার্টফোন তৈরি করছে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইলার আমাজন। কোনো ধরনের চশমা ছাড়াই এ ফোনে থ্রিডি প্রযুক্তিনির্ভর ছবি দেখা যাবে। এ জন্য বিশেষ ধরনের স্ক্রিন তৈরির কাজও শুরু করেছে তারা।
http://www.ictworldnews24.com/আমাজন-স্মার্টফোনে-আনছে-হ/
ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমাজনের তৈরি একটি স্মার্টফোনে থাকবে হলোগ্রাফিক প্রযুক্তি, অর্থাৎ হলোগ্রামের মতো ছবি দেখা যাবে; আর একটিতে থাকবে আই ট্র্যাকিং প্রযুক্তি অর্থাত্ চোখের ইশারায় স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।
আমাজের তৈরি থ্রিডি স্মার্টফোনে থ্রিডি মুভি বা ছবি দেখতে আলাদা করে থ্রিডি চশমা প্রয়োজন হবে না। স্মার্টফোনে রেটিনা ট্র্যাকিং প্রযুক্তি থাকায় তা স্মার্টফোনের ছবি চোখে হলোগ্রামের মতো তুলে ধরবে। এবং ফোনের পর্দায় থাকা ছবিগুলো হলোগ্রামের মতো ভেসে বেড়ানোর মাধ্যমে ব্যবহারকারীকে পুরোমাত্রায় ত্রিমাত্রিক ছবি উপভোগের সুযোগ
করে দেবে। এ ছাড়াও এ স্মার্টফোনগুলোতে ব্যবহূত হবে উন্নত হার্ডওয়্যার। কিন্ডল ট্যাবলেট এবং ই-রিডারের নতুন সংস্করণ তৈরিতেও মনোযোগ দিয়েছে আমাজন। শিগগিরই এ স্মার্টফোন বাজারে আনবে আমাজন প্রযুক্তি বিশ্লেষকেরা এ আশা করছেন।

আসুসের নতুন ডুয়াল স্ক্রীনের আল্ট্রাবুক


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

দেশের বাজারে এলো বিশ্বখ্যাত আসুসের টাইচি২১ মডেলের ডুয়াল স্ক্রীনের আল্ট্রাবুক। নোটবুক এবং ট্যাবলেট পিসির সংমিশ্রণের এই আল্ট্রাবুকটিতে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ ১১.৬ ইঞ্চির ডুয়াল ডিসপ্লে, যার সামনের ডিসপ্লেটি নন-টাচ্ আইপিএস প্রযুক্তির এবং অপর পাশের ডিসপ্লেটি মাল্টি-টাচ্ স্ক্রিণের।
http://www.ictworldnews24.com/দেশের-বাজারে-আসুসের-নতুন/
এটিকে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রীন এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডিসপ্লের কপাটটি খুলে বা বন্ধ করে একে এককভাবে পূর্ণাঙ্গ নোটবুক বা ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। মিরর মোডে দু’পাশের ডিসপ্লেতে একই চিত্র প্রদর্শিত এবং একই এ্যাপ্লিকেশন চালিত হয়, তাই প্রজেক্টরের মতো প্রেজেন্টেশন বা মুভি সকলে মিলে বিভিন্ন অবস্থানে বসে একই সাথে উপভোগ করা যায়। ডিসপ্লেটির ভিউয়িং এ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রী হওয়ায় কোন অসুবিধা হয় না। ডুয়াল স্ক্রীন মোডে দু’পাশে দুই জন ব্যবহারকারী একটিকে নোটবুক এবং অপরটিকে ট্যাবলেট পিসি হিসেবে একই সাথে আলাদা আলাদা এ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। এতে আরো রয়েছে ১.৭ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি র্যা ম, ১২৮ জিবি এসএসডি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিক্স, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরী কার্ড রিডার, ভিজিএ পোর্ট, মাইক্রো এইচডিএমআই পোর্ট প্রভৃতি।
এটিকে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রিণ এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডিসপ্লের কপাটটি খুলে বা বন্ধ করে একে এককভাবে পূর্ণাঙ্গ নোটবুক বা ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যায়। মিরর মোডে দু’পাশের ডিসপ্লেতে একই চিত্র প্রদর্শিত এবং একই এ্যাপ্লিকেশন চালিত হয়, তাই প্রজেক্টরের মতো প্রেজেন্টেশন বা মুভি সকলে মিলে বিভিন্ন অবস্থানে বসে একই সাথে উপভোগ করা যায়। আর এই আকর্ষণীয় আল্ট্রাবুকটি দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড এবং আল্ট্রাবুকটির মূল্য রাখা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫হাজার টাকা।

তৈরি হয়েছে বিশ্বের প্রথম সৌরচালিত ট্যাবলেট কম্পিউটার ‘আর্ল’




আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম সৌরচালিত ট্যাবলেট কম্পিউটার ‘আর্ল’। আর ট্যাবলেটটি তৈরি করেছেন রোমাঞ্চপ্রিয় অভিযাত্রী জন পেরি।
প্রতিবেদনে প্রতিবেদনে ট্যাবলেটটিকে আখ্যা দেওয়া হয়েছে, ‘আউটডোর স্পেশালিস্ট’ নামে। ট্যাবলেটটির বৈশিষ্ট্যের কারণেই একে বলা হচ্ছে ‘সারভাইভাল ট্যাবলেট’। বাজারের অন্যান্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য তৈরি বেশিরভাগ অ্যাপই চলবে আর্লে। জাইরোস্কোপ মোশন কন্ট্রোল, তাপমাত্রা, জলীয়বাষ্প এবং বায়ুচাপ মাপার প্রযুক্তিও রয়েছে ট্যাবলেটটিতে। ই-পাব, মোবি এবং পিডিএফ ফরম্যাটের ফাইলও চলবে এতে। এবিসি নিউজের তথ্য অনুযায়ী, জুন মাস থেকে শুরু হবে আর্লের বাণিজ্যিক নির্মাণ।
http://www.ictworldnews24.com/তৈরি-হয়েছে-বিশ্বের-প্রথ/
সৌরচালিত ট্যাবলেটটি পুরো চার্জ হতে সময় নেবে পাঁচ ঘণ্টা। আর একবারের চার্জে টানা ২০ ঘণ্টা চলবে আর্ল। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে ট্যাবলেটটি। জিপিএস, এফআরএস এবংজিএমআরএস সুবিধা রয়েছে ট্যাবলেটটিতে। এছাড়াও ২০ মাইল এলাকার মধ্যে রেডিও সংযোগ সুবিধাও আছে ডিভাইসটিতে।
ছয় ইঞ্চি মাপের পর্দার আর্ল দেখতে অনেকটাই অ্যামাজনের কিন্ডল ট্যাবলেটের মতো। ডিভাইসটি জল, কাদা, ধুলো থেকে নিজেকে রক্ষা তো করবেই, এমনকি আকস্মিক আঘাতেও এর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে এবিসি নিউজ।

২৫ থেকে ৩০ লাখ প্লাস্টিক আইফোন বানাবে অ্যাপল




আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

আইফোন ফাইভএস-এর পাশাপাশি প্লাস্টিক আইফোন বাজারে ছাড়বে অ্যাপল,এমন গুজব রটেছে বেশ কিছুদিন ধরে। সীমিত সংখ্যক নতুন কোনো ডিভাইস লঞ্চ করার ঘটনা অ্যাপলের ইতিহাসে নতুন নয়। প্লাস্টিক আইফোনের প্রোটোটাইপ দাবি করে বেশকিছু ছবিও পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইটে।
এবার প্রযুক্তিবিষয়ক সংবাদপত্র ডিজিটাইমের বরাত দিয়ে বিজিআর জানিয়েছে,ব্যাপকহারে নয় বরং সীমিত সংখ্যক প্লাস্টিকের আইফোন বানাবে তারা।http://www.ictworldnews24.com/২৫-থেকে-৩০-লাখ-প্লাস্টিক-আ/
ডিজিটাইমের প্রতিবেদন অনুযায়ী, ২৫ থেকে ৩০ লাখ প্লাস্টিক আইফোন বানাবে অ্যাপল। কমদামের স্মার্টফোন বাজার যাচাই করে দেখতেই অ্যাপল প্লাস্টিক আইফোন বানাচ্ছে, এমনটাই বলা হয়েছে ওই প্রতিবেদনে। স্মার্টফোনটির দাম হতে পারে আনুমানিক ৩৫০ ডলার। 

হালকা ও পাতলা লাইফবুক দেশের বাজারে এনেছে ফুজিৎসু



আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : 
একেবারেই হালকা ও পাতলা গড়নের লাইফবুক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। তৃতীয় প্রজন্মের জাপানি ফুজিৎসু ইউএইচ ৫৭২ মডেলের লাইফবুকটি ডিসপ্লের আকার ১৩ দশমিক ৩ ইঞ্চি।
এতে রয়েছে ১.৭ থেকে ২.৬ গিগাহার্জ গতির ইন্টেল তৃতীয় প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর, ৪০০০ এইচডি গ্রাফিক্স, ৪জিবি ডিডিআরথ্রি রম, ৫০০জিবি হার্ডডিস্ক ও ৩২জিবি আইএসএসডি স্টোরেজ ছাড়াও বহনযোগ্য পিসির সবধরনের সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮ প্রফেশনাল।
http://www.ictworldnews24.com/হালকা-ও-পাতলা-লাইফবুক-দেশ/
মাত্র দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। মূল্যসংবেদনশীলতা এবং গঠনগত দিকদিয়ে বাজারে প্রচলিত আল্ট্রাবুক থেকে ফুজিৎসু ইউএইচ ৫৭২ লাইফবুককে এগিয়ে থাকার স্বীকৃতি দিয়েছে নোটবুক চেক।
রিভিউ ভিত্তিক এই অনলাইন পোর্টালটির মতে, ম্যাগনেশিয়ামের তৈরি অবয়বের সিলভার রঙের এই লাইফবুকটি যে কারও দৃষ্টি কাড়বে। এর প্রতিটি প্রান্ত, ‘টাচপ্যাড’ ও ‘কি’ দারুণ মসৃণ ও একই সাথে টেকসই। ইউএসবি পোর্ট দিয়ে ল্যান সংযোগ, ৪.০ ব্লু-টুথের মাধ্যমে ইন্টারনেট সার্ফিং এবং তারহীন সংযোগ সমর্থিত যে কোনো মনিটরে লাইফবুকের ভিডিও সরাসরি সম্প্রচার করার সুবিধাটি ফুজিৎসু ইউএইচ ৫৭২ লাইফবুকটিকে এগিয়ে দিয়েছে সমগোত্রীয়দের চেয়ে। ৯৩ হাজার ৫০০ টাকা মূল্যের এই লাইফবুকটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

এইচপি প্রোবুক ৪০০ সিরিজের পাঁচটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে

আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
  গত ৫ মে সোমবার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড বা এইচপি প্রোবুক ৪০০ সিরিজের পাঁচটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে । এক প্রতিবেদনে জানিয়েছে পিসিওয়ার্ল্ড জুন মাস থেকে বিভিন্ন দেশের বাজারে আসবে এইচপির প্রোবুকের নতুন http://www.ictworldnews24.com/এইচপি-প্রোবুক-৪০০-সিরিজে/
সিরিজের ল্যাপটপগুলো। এইচপির তৈরি উইন্ডোজনির্ভর নতুন পাঁচটির মধ্যে একটি হচ্ছে ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ল্যাপটপ।
প্রোবুক সিরিজের নতুন ল্যাপটপগুলো যথেষ্ট হালকা-পাতলা হবে। এই ল্যাপটপগুলোর মাপ ১৩ দশমিক ৩ ইঞ্চি থেকে ১৭ দশমিক ৩ ইঞ্চির মধ্যে। এইচপি জানিয়েছে, ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের টাচস্ক্রিন ছাড়াও এ সিরিজে যুক্ত হয়েছে ১৩ দশমিক
৩ ইঞ্চি মাপের প্রোবুক ৪৩০ মডেল, ১৪ ইঞ্চি মাপের প্রোবুক ৪৪০ ও প্রোবুক ৪৪৫ মডেল, ১৫ ইঞ্চি মাপের প্রোবুক ৪৫৫ ও ১৭ দশমিক ৩ ইঞ্চি মাপের ৪৭০ মডেল। প্রোবুকের নতুন সিরিজের ল্যাপটপগুলোতে আট ঘণ্টারও বেশি সময় চার্জ থাকবে বলে এইচপি দাবি করেছে। এ ছাড়া এতে থাকবে ইনটেলে ও এএমডির তৈরি দ্রুতগতির প্রসেসর। ল্যাপটপের দাম শুরু হবে ৪৯৯ মার্কিন ডলার থেকে।

তৈরি হলো রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি


আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বানিয়েছেন নতুন এক রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি, যা উড়তে পারে আসল মাছির মতোই।
http://www.ictworldnews24.com/উড়ছে-রোবট-মাছি/
বিজ্ঞানীদের দলনেতা ড. কেভিন মা দাবি করেছেন, উড়তে সক্ষম রোবটগুলোর মধ্যে তাদের বানানো রোবটটিই সবচেয়ে ছোট।

আসল মাছির মতই প্রতি সেকেন্ডে প্রায় ১২০ বার ডানা ঝাপটাতে পারে রোবো-ফ্লাই। নমনীয় ডানাগুলো বানাতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন বিশেষ ধরনের ‘পিয়েজোইলেকট্রিক’ উপাদান। বিদ্যুৎ প্রবাহিত হলেই বারবার সংকুচিত ও প্রসারিত হয় ওই উপাদানটি। বারবার বিদ্যুৎ তরঙ্গ প্রবাহ বন্ধ ও চালু করার মাধ্যমে রোবো-ফ্লাইয়ের ডানা ঝাপটানোর গতি বাড়াতে সক্ষম হন বিজ্ঞানীরা।
মাছির মত পোকাগুলো ঠিক কিভাবে উড়ে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতেই রোবটটি বানানো হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর উদ্ধারকাজেও এই রোবো-ফ্লাই ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন তারা।
রোবটিক্স নিয়ে গবেষণায় আরো একধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা।
কার্বন ফাইবার দিয়ে যান্ত্রিক মাছিটি বানিয়েছেন বিজ্ঞানীরা। রোবো-ফ্লাইয়ের ডানায় উড়ার শক্তি যোগায় শক্তিশালী ‘ইলেকট্রনিক মাসল’। আসল মাছির মতো দ্রুতগতির রোবো-ফ্লাই, সংকীর্ণ জায়গা দিয়ে একেবেঁকে উড়ে যাওয়া বা আক্রমণকারীকে ফাঁকি দেয়ার মত সবই করতে পারে এটি।