Wednesday, February 22, 2012

বাংলাদেশের কাছে টেলিট্রানজিট চায় ভারতের এয়ারটেল ও রিলায়েন্স এবার বাংলাদেশের ওপর দিয়ে টেলিট্রানজিট চায় ভারত। ভারতের বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল এবং টাটা রিলায়েন্স এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথা বিটিআরসিকে। সম্প্রতি প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিরা ঢাকায় এসে তাদের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন। ভারতের মূল ভূখন্ড থেকে প্রায় বিচ্ছিন্ন তাদের সাতটি রাজ্যের সঙ্গে টেলিযোগাযোগ সহজ করতে তারা বাংলাদেশের সহযোগিতা চায়। প্রতিনিধিরা জানান, বাংলাদেশের অপারেটরদের মাধ্যমেই কাজ করা হবে। সেভেন সিস্টার হিসেবে পরিচিত সাত রাজ্য আসাম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে টেলিযোগাযোগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতেই বাংলাদেশের ভূখন্ডের মধ্য দিয়ে ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা পেতে চান তারা। এতে ওই ৭ রাজ্যের সঙ্গে টেলিযোগাযোগ ব্যয় কমে যাবে। বাংলাদেশ সম্মত হলে কলকাতা-মেহেরপুর থেকে ঢাকা হয়ে জাফলং দিয়ে আসামের মাধ্যমে যোগাযোগ লাইন হতে পারে। বিকল্প হিসেবে কলকাতা-মেহেরপুর থেকে ঢাকা-কুমিল্লা হয়ে আগরতলায় সংযোগ নেয়ার প্রস্তাবও রয়েছে। এয়ারটেল এবং রিলায়েন্সের এ প্রস্তাবে বাংলাদেশ তাৎক্ষণিক সম্মতি দেয়নি। তবে বিটিআরসি এ ব্যাপারে আগ্রহী বলে সূত্র জানিয়েছে। বাংলাদেশ রাজি হলে ৩/৪ মাসের মধ্যেই এ সংযোগ ঘটতে পারে। বাংলাদেশ এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে। ওই কোম্পানি দু’টির সঙ্গে পাকিস্তান, নেপাল এবং ভুটানের টেরিস্ট্রিয়াল লিঙ্ক চুক্তি রয়েছে। এয়ারটেল এবং রিলায়েন্সের চুক্তি করতে হলে তা করতে হবে বাংলাদেশের অপারেটরদের সঙ্গে। বিটিআরসি সহায়ক ভূমিকা পালন করবে।

No comments:

Post a Comment