Wednesday, February 22, 2012

এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হলো

এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের শিকার হলো। হ্যাকাররা জুকারবার্গের অ্যাকাউন্ট থেকে তার ব্যক্তিগত ১৪টি ছবি চুরি করে অনলাইনে পোস্ট করে দেয়। এই ছবিগুলোর মধ্যে অন্যতম হলো জুকারবার্গ তার বান্ধবীর জন্য রান্না করছেন, মুরগী হাতে নিয়ে দাড়িয়ে আছেন, এবং প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করছেন। হ্যাকারদের মূল উদ্দেশ্য ছিল ফেসবুকের একটি নিরাপত্তা জনিত সমস্যা সম্পর্কে জুকারবার্গকে সচেতন করা এবং তা করতেই তারা এই পথ বেছে নিয়েছে। তারা জুকারবার্গের ১৪টি ছবি পোস্ট করে এবং শিরোনাম দেয়া হয় “ এবার ফেসবুকের ভুল ঠিক করার সময় এসেছে।” পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক বলে সমস্যাটি ধরতে পারার সাথে সাথে তারা সিস্টেম বন্ধ করে দেয় এবং এই নিরাপত্তা জনিত সমস্যার সমাধান করা হলেই তারা পুনরায় সিস্টেম চালু করবে। বর্তমানে ফেসবুক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট । সারা বিশ্বে ৮০ কোটি লোক ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুক, মার্ক জুকারবার্গ, সূত্রঃ বিবিসি http://www.bbc.co.uk/newsround/16083797

No comments:

Post a Comment