Friday, July 19, 2013

আমাদের হুমায়ূন স্যার

মুহাম্মদ মামুনুর রশীদ
আইসিটি ওয়ার্ল্ড নিউজ :আমাদের  গল্পের জাদুকর, মেঘের ওপারে কেমন আছেন স্যার। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। গত ১ বছরে অনেকগুলো জোছনা রাত কেটে গেছে, উথালপাতাল বৃষ্টি হয়েছে, আকাশ ভেঙে জোছনা নেমেছে প্রতি রাতেই আপনাকে ভেবেছি। চেষ্টা করেছি আপনার মতো করে জোছনা রাত দেখার।
‘১৩ নভেম্বর মধ্যরাতে মানুষটার জন্ম। সন ১৯৪৮। বাংলাসাহিত্যের কিংবদন্তি তিনি। সম্পূর্ণ নিজের ভাষায় লিখেছেন মৌলিক সব আশ্চর্য উপন্যাস, ছোটগল্প। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার থেকে শুরু করে মধ্যাহ্ন—কী আশ্চর্য সব সৃষ্টি। মানুষটা সৃষ্টি করেছেন আসাধারন সব কাজ, বদলে দিয়েছেন বাংলাদেশের টেলিভিশন নাটক। তাঁর অয়োময় কিংবা বহুব্রীহি কিংবা কোথাও কেউ নেই-এর কথা কে ভুলতে পারবে? আগুনের পরশমণি  কিংবা শ্রাবণ মেঘের দিন-এর মতো সিনেমা আমাদের আবার সিনেমা হলে ফিরিয়ে নিয়ে গেছে, আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। আজকের ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজতে চায়, জোছনা দেখতে চায়, সে  তো তাঁর কাছ থেকে শেখা। তারা ‘হিমু’ হতে চায়, ‘মিসির আলী’র মতো করে যুক্তি খোঁজে। বাংলাদেশের বেশির ভাগ ছেলেমেয়ের গদ্য আজ সহজ, কিন্তু সুন্দর—সে তো হুমায়ূন পড়ে পড়েই শেখা। আমার বিশ্বাস স্যার আপনি মেঘের ওপারে বসে সব দেখছেন। পূর্ণিমা আসতে বেশ দেরি, এই পূর্ণিমাতে বড় বেশি মিস করবো আপনাকে। গল্পগুলো শেষ না করে মাঝপথে চলে যেতে নেই। কি এমন বয়স হয়েছিলো আপনার যে চলে গেলেন। আপনার মতো প্রাণপ্রাচুর্যভরা মানুষের, সৃষ্টিশীল প্রতিভার মৃত্যু নেই। এই দেশে আবারও আকাশ ভেঙে জোছনা আসবে। উথালপাতাল বৃষ্টি নামবে নীপবনে। সেই সব জোছনায়, সেই কদম ফুলের রেণুতে আমরা আমাদের সেই মানুশটাকে পাব। তিনি আমাদের চৈতন্য এবং নিসর্গের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে থাকবেন। আমরা যারা তাঁর সমসাময়িক কালে বাংলাদেশে ছিলাম, তারা কোনো দিনও তাঁকে ভুলতে পারব না। স্যার আপনি দেখুন, আপনার জন্য কোটি কোটি পাঠক, ভক্ত আজ পূর্ণিমা না হওয়া সত্ত্বেও,  তারা পূর্ণিমার জন্য অপেক্ষা করছে।  ভালো থাকবেন স্যার, আপনাকে ছাড়া  আমরা ভালো নেই ।
আমাদের হুমায়ূন স্যার
আইসিটি ওয়ার্ল্ড নিউজ :
সংবাদের বিস্তারিত দেখুন ...
http://ictworldnews24.com/category/সম্পাদকীয়/http://ictworldnews24.com/আমাদের-হুমায়ূন-স্যার/

No comments:

Post a Comment