আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
এ বছর ১৭ থেকে ১৮ কোটি ট্যাবলেট বিক্রি হবে। প্রযুক্তিবিদেরা বলেছেন, চলতি বছর হবে স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারের বছর। নকশা নিয়ে তাই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে দারুণ সব পরিকল্পনা। বর্তমানে ট্যাবের বাজারে ৭ ইঞ্চি পর্দার চাহিদা সবচেয়ে বেশি। তাই নির্মাতারা এ ধরনের ট্যাব বেশি তৈরি করছেন। গত বছর ১৩ কোটি ট্যাব বিক্রি হয়েছে। চলতি বছর ৯ থেকে ১১ ইঞ্চি ট্যাবের অর্ডারও জমা পড়েছে বেশ। এখন চলছে সেসব তৈরির প্রস্তুতি। অন্যদিকে অ্যান্ড্রয়েডভিত্তিক ৭ ইঞ্চি পর্দার ট্যাবলেটের চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। এ বছর আইপ্যাড মিনিরও নতুন বাজার তৈরি হবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।
http://www.ictworldnews24.com/চলতি-বছর-হবে-স্মার্টফোন-আ/
গত বছর ৯ ইঞ্চি পর্দার দখলে ছিল ৩৫ শতাংশ বাজার। সংখ্যায় তা ছিল সাত কোটি ৩০ লাখ। এ আকারের ট্যাবের বাজার-চাহিদা ছিল ৫৯ শতাংশ। অন্যদিকে ৭ ইঞ্চি পর্দার ট্যাবের বাজার-চাহিদা দ্বিগুণ বেড়ে তা ৩২ ভাগে এসে দাঁড়িয়েছে। সংখ্যার হিসাবে তা চার কোটি ১০ লাখ। গত বছর গুগল এবং অ্যামাজনের সুবাদে ৭ ইঞ্চি পর্দার ট্যাব বিক্রি হয় এক কোটি। এটি এ বছর দ্বিগুণের চেয়ে বেশি হবে বলে নির্মাতারা আশা করছেন। বাজারে ১৫০ ডলারের এসার ব্র্যান্ডের ‘বি১-এ৭১’ মডেলের ৭ ইঞ্চি পর্দার নতুন বাজার তৈরি হয়েছে। স্যামসাং এ বছর তাদের ট্যাব সরবরাহ দ্বিগুণ করবে এবং তা তিন কোটি ছাড়িয়ে যাবে। ট্যাবের বাজারে গুগল ছাড়াও অনেক শীর্ষ প্রযুক্তিনির্মাতাও আসছে নতুন বাণিজ্যিক ছকে। দামের হিসাবে ১০০ ডলার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মূল্য। কিন্তু এখনো ট্যাবের দাম এই অঙ্কে নামিয়ে আনা যাচ্ছে না। তবে ১৫০ ডলারেও এখন ট্যাব পাওয়া যায়
গত বছর ৯ ইঞ্চি পর্দার দখলে ছিল ৩৫ শতাংশ বাজার। সংখ্যায় তা ছিল সাত কোটি ৩০ লাখ। এ আকারের ট্যাবের বাজার-চাহিদা ছিল ৫৯ শতাংশ। অন্যদিকে ৭ ইঞ্চি পর্দার ট্যাবের বাজার-চাহিদা দ্বিগুণ বেড়ে তা ৩২ ভাগে এসে দাঁড়িয়েছে। সংখ্যার হিসাবে তা চার কোটি ১০ লাখ। গত বছর গুগল এবং অ্যামাজনের সুবাদে ৭ ইঞ্চি পর্দার ট্যাব বিক্রি হয় এক কোটি। এটি এ বছর দ্বিগুণের চেয়ে বেশি হবে বলে নির্মাতারা আশা করছেন। বাজারে ১৫০ ডলারের এসার ব্র্যান্ডের ‘বি১-এ৭১’ মডেলের ৭ ইঞ্চি পর্দার নতুন বাজার তৈরি হয়েছে। স্যামসাং এ বছর তাদের ট্যাব সরবরাহ দ্বিগুণ করবে এবং তা তিন কোটি ছাড়িয়ে যাবে। ট্যাবের বাজারে গুগল ছাড়াও অনেক শীর্ষ প্রযুক্তিনির্মাতাও আসছে নতুন বাণিজ্যিক ছকে। দামের হিসাবে ১০০ ডলার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মূল্য। কিন্তু এখনো ট্যাবের দাম এই অঙ্কে নামিয়ে আনা যাচ্ছে না। তবে ১৫০ ডলারেও এখন ট্যাব পাওয়া যায়